মোটরসাইকেলটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে; পরে তিনজনই ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে আরও একজন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বেশনালে এ দুর্ঘটনা ঘটে বলে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান।
নিহতরা হলেন- উপজেলার দিঘিরপাড় বাজারের কাঁচামালের ব্যবসায়ী দুলাল দেওয়ানের ছেলে জিসান ওরফে রাজা (১৭) এবং একই এলাকার ভাঙ্গারী দোকানের কর্মচারী আপন মালত (১৬)।
আহত রুবেল মালতও (১৬) একই এলাকার বাসিন্দা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তার হাত ও শরীরে আঘাত রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আপন কয়েকদিন আগে একটি মোটরসাইকেল কেনে। কিন্তু সে ভালোভাবে চালাতে পারত না। তাই জিসানের কাছে আপন মোটরসাইকেল চালানো শিখছিল। সঙ্গে ছিল রুবেল। জিসানই মোটরসাইকেলটি চালাচ্ছিল।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। প্রথমে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে; পরে তিনজনই ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়। জিসান ও আপনের মাথায় আঘাত লাগে। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ
Leave a Reply