মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলুর দামে খুশি কৃষক

টঙ্গীবাড়িতে আলু চাষে টানা লোকসানের পর চলতি মৌসুমে আলুর দামে কৃষকের মুখে হাসি ফুটেছে। এই উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৭৫০ মেট্রিক টন। উপজেলায় ৩১টি হিমাগার রয়েছে। এর মধ্যে ২৭টি সচল রয়েছে। সচল হিমাগারগুলোতে বীজ আলু ও বিক্রির জন্য খাবার আলু সংরক্ষণ রেখেছেন কৃষক।

সরেজমিনে উপজেলা হিমাগারগুলোতে গিয়ে দেখা যায়, প্রতি ৫০ কেজি বস্তা খাবার আলু বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকা। কাঁচা বাজার পাইকারি আড়তে তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

আলু চাষী আক্তার হোসেন জানান, টানা কয়েক বছর লোকসানের পরে এই বছর ভালো দামে আলু বিক্রি হচ্ছে। এই রকম দাম থাকলে আলু চাষের পূর্বের লোকসান কিছুটা উঠে আসবে।

ইউনুছ হিমাগারে ম্যানেজার আহসান রাব্বি জানান, হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। এই হিমাগারে ১ লাখ ৩৫ হাজার বস্তা আলু রাখা হয়েছিলো। এর মধ্যে ১৩ হাজার বস্তা আলু বিক্রি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার জানান, এই উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। বর্তমানে ২৭টি হিমাগারে খাবার আলু মজুত রয়েছে ১ লাখ ১২ হাজার ৩৮০ মেট্রিক টন। উৎপাদিত আলুর মধ্যে আলু আবাদের জন্য বীজ আলু মজুত রয়েছে ৩১ হাজার ১৪০ মেট্রিক টন। বাজারে আলুর দাম ভালো থাকায় কৃষক লাভবান হচ্ছে।

নিউজজি

Leave a Reply