মুন্সীগঞ্জে রোগীকে প্রহার করার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রোগীকে শারীরিক প্রহার করার অভিযোগ উঠেছে নাক, কান, গলা সার্জারি ডাক্তার ইমরান খানের বিরুদ্ধে। গতকাল দুপুর ১২টায় সদর হাসপাতালের ২০৭ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাঞ্ছনার শিকার ইউসুফ গাজীর (৬০) বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভা দক্ষিণ ইসলামপুর গ্রামে। সরজমিন জানা যায়, মুন্সীগঞ্জ শহর দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা ইউসুফ গাজীর সকালে নাক দিয়ে রক্তক্ষরণ হয়। এ কারণে তিনি তার স্ত্রী রিমা আক্তারকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। টিকিট কেটে হাসপাতালে জরুরি বিভাগ গেলে সেখান থেকে তাকে হাসপাতালের দোতলায় ২০৭ নং কক্ষে নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি ডাক্তারের কাছে রেফার করা হয়। ২০৭ কক্ষে ডাক্তার ইমরান খান রোগী ইউসুফ গাজীর নাকে গজ ঢুকিয়ে রক্ত বন্ধের চেষ্টা করেন।

এ সময় ইউসুফ গাজী ব্যথা পেয়ে নড়েচড়ে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে ডাক্তার ইমরান খান ইউসুফ গাজীকে চড় মারেন বলে জানান রোগীর স্বজনরা। ইউসুফ গাজী জানান, আমাকে চড় মেরে তিনি রুম থেকে বেরিয়ে যান।

১০-১৫ মিনিট পরে এসে আমাকে সরি বলে ঢাকা গিয়ে চিকিৎসা নিতে বলেন। এ সময় আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়ছিল। নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি ইমরান খান বিষয়টি অস্বীকার করে বলেন, তার সঙ্গে আমার এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমি প্রাথমিকভাবে তার রক্ত বন্ধ করার চেষ্টা করি। পরে তাকে ঢাকা গিয়ে চিকিৎসা নিতে বলেছি। তবে রোগীর সঙ্গে আমার সামান্য ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমরা সিভিল সার্জনকে জানিয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মানবজমিন

Leave a Reply