৭০ শতাংশ বিচ্ছেদ নারীদের পক্ষ থেকে
মুন্সীগঞ্জে গত তিন বছরে প্রায় ৭ হাজার বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭০ শতাংশ বিচ্ছেদের ঘটনা ঘটেছে নারীদের দিক থেকে। তথ্য অনুসন্ধান বিশ্লেষণ করে দেখা গেছে, মুন্সীগঞ্জ জেলায় তালাক বা বিয়েবিচ্ছেদ পরিসংখ্যানে ৬টি উপজেলার মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা।
এদিকে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এই জেলায় বেশির ভাগ বিয়েবিচ্ছেদের পেছনে স্মার্টফোনের অপব্যবহার, সামাজিক অবক্ষয়, পুরুষের মাদকাসক্তি এবং স্বামীর দীর্ঘ বছর প্রবাসে কর্মরত থাকায় স্ত্রীর পরকীয়ার আসক্তিকেই দায়ি করেছেন তারা। এছাড়াও শারীরিক ও মানসিক অত্যাচার এবং মনের অমিলও বিয়েবিচ্ছেদের অন্যতম কারণ। তথ্য অনুযায়ী গত ২০২০-২০২২ সালে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটেছে ২ হাজার ৪৭৩টি, টঙ্গীবাড়ি উপজেলায় ৮৪৮টি, লৌহজং উপজেলায় ৬১৭টি, সিরাজদিখান উপজেলায় ৯৯৯টি, শ্রীনগর উপজেলায় ১ হাজার ৬৩৭টি এবং গজারিয়া উপজেলায় ৬৭৫টি।
মুন্সীগঞ্জ জেলা বিবাহ রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গত তিন বছরে এই জেলায় নারী কর্তৃক তালাকের সংখ্যা ৪ হাজার ৪২টি, পুরুষ কর্তৃক তালাকের সংখ্যা ৭১৩টি। সমঝোতার মাধ্যমে তালাকের সংখ্যা ২ হাজার ৯৩টি। সেই হিসাবে মুন্সীগঞ্জে মোট তালাক বা বিয়েবিচ্ছেদের সংখ্যা ৬ হাজার ৮৪৭টি।
মুন্সীগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি বেলাল হোসাইন বলেন, ইন্টারনেট সহজলভ্য হওয়ায় নারীদের অবাধ মেলামেশা সহজ হয়ে গেছে। ফলে বিয়ের পরেও নারীরা পুরুষের অবাধ্য হয়ে উঠছে। পুরুষের ক্ষেত্রেও দেখা গেছে পরিবারের সঙ্গে তাদের বনিবনা না হওয়ায় অনেক সময় বাধ্য হয়ে বিয়েবিচ্ছেদ করতে হচ্ছে।
এদিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) লাবলু মোল্লা এ ব্যাপারে প্রতিদিনের সংবাদকে বলেন, বিয়েবিচ্ছেদসহ স্বামী-স্ত্রীর মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলার সংখ্যা অনেক। সামাজিক অবক্ষয় এর জন্য দায়ি। মুন্সীগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা আক্তার বলেন, একসঙ্গে থাকতে গেলে পরিবারে নানা রকমের সমস্যা ও ঝামেলা হয়ে থাকে। কিন্তু সেগুলো নিজেরা বসেই সমাধান করা যায়। সব ক্ষেত্রে বিচ্ছেদই সমাধান নয়।
জেলা রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা শেখ মহম্মদ হাবিবুল্লাহ বলেন, এই জেলায় বেশির ভাগ তালাক দিচ্ছেদ নারীরা। কখনো আত্মীয়-স্বজনের প্ররোচনায় পড়ে আবার কখনো এককভাবে তারা বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
অপরদিকে স্থানীয় সাংবাদিক মাসুদ রানা এ ব্যাপারে বলেন, মুন্সীগঞ্জ জেলার চরাঞ্চলে দেখা গেছে, স্বাস্থ্যশিক্ষার অভাবে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে কখনো কখনো স্বামী পরিত্যক্তা হয়ে তালাকের মতো ঘটনা ঘটছে। এছাড়া এই জেলায় অল্প বয়সের মেয়েরা আবেগের বশবর্তী হয়ে প্রেমঘটিত কারণে বিবাহবন্ধনে জড়িয়ে পড়ে। যার কারণে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ওই সম্পর্ক আর দীর্ঘস্থায়ী হয় না। আরেক একটি কারণ হচ্ছে, পুরুষরা নিজেকে স্বাবলম্বী না করেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে, কিছুদিন যাওয়ার পরে সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। একাধিক বিয়ের ফলেও বিয়েবিচ্ছেদের মতো ঘটনা ঘটছে।
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এ বিষয়ে প্রতিদিনের সংবাদকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিয়েবিচ্ছেদে সবচেয়ে বড় ভুক্তভোগী হতে হয় সন্তানকে। দেখা যায়, সঠিক লালন-পালনে ভুক্তভোগী এসব সন্তান বেড়ে না ওঠার কারণে পরে নিজেদের অজান্তে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।
প্রতিদিনের সংবাদ
Leave a Reply