হাসপাতালে কিশোরীকে ধর্ষণের ঘটনায় কমিটি গঠন, ছাত্রলীগ নেতা পলাতক

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদে নিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিল পলাতক রয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) ঘটনা তদন্তে ডা. আবু হেনা মোহাম্মদ জামাল হোসেনকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, এরই মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে। তদন্ত কমিটি প্রধান হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল হোসেন প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়েত্রী বিশ্বাস সদস্য সচিব সহ আরও তিন কর্মকর্তা রয়েছে। তদন্ত কমিটি প্রথমত দেখবে ঘটনাটি ঘটেছে কিনা, কিভাবে ঘটেছে, এ ঘটনায় হাসপাতালের দায়িত্বরত কারো অবহেলা আছে কিনা, একই সাথে ঘটনার পরে কোনো কর্মকর্তা-কর্মচারীর কোনো সহযোগিতা ছিল কিনা সেসব বিষয় খতিয়ে দেখবে।

এদিকে শেখ শাকিলকে আসামি করে বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।

অভিযুক্ত শেখ শাকিল সদর উপজেলার চরমশুরা গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী তার মায়ের কাজের সূত্রে বিভিন্ন সময় হাসপাতালে যেতেন। মঙ্গলবার ভুক্তভোগী কিশোরী হাসপাতালে গেলে রাত সাড়ে ১২টার দিকে জোরপূর্বক হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে শাকিল।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা এই বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পৌর ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাকিলকে আসামি করে মামলা করেছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি

Leave a Reply