“সাক্ষ্য-প্রমাণের অভাবে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী কারো কারো বিচার হচ্ছে না।”
জেলখানায় যারা বন্দি রয়েছেন তাদের মধ্যে ৬০ শতাংশের কাছাকাছি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাক্ষ্য-প্রমাণের অভাবে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী কারো কারো বিচারও হচ্ছে না। এক থেকে দুই মাস পর জেল থেকে বের হয়ে তারা আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে। আমরা চাই নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। না হলে যে স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তা বাধাগ্রস্ত হবে।”
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ৫০ শয্যার ৫ তলা বিশিষ্ট মানসিক হাসপাতাল ‘আহছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ওই কেন্দ্রের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াহাব ভূঁইয়া, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন, মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ড. মো. রাহেনুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ইয়ানা জামান।
বিডিনিউজ
Leave a Reply