শ্রীনগরে সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

শ্রীনগরে সুদ ব্যবসায়ীর মারধরে মো. গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছে। সে উপজেলার তন্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাননীসার গ্রামের সোলাইমান মোল্লার ছেলে। ভুক্তভোগী গিয়াস উদ্দিন ঢাকা কারওয়ান বাজারে এক মাংসের দোকানে কসাইয়ের কাজ করেন। গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে তন্তর বাজারে ওই এলাকার কালু ফকিরের ছেলে মো. মোহনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আহত গিয়াস উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তন্তর গ্রামের মোহনের কাছ থেকে পার্শ্ববর্তী কাননীসার গ্রামের গিয়াস উদ্দিনের বোন রেহেনা বেগম ৫০ হাজার টাকা সুদে নেয়। লাভসহ পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বৈঠক শালিসে বসা হলে স্থানীয় জনপ্রতিনিধিসহ শালিসদারদের হস্তক্ষেপে দ্রুত টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত মেনে রেহেনা কিছু টাকা ফেরত দেয়। পরে বাকি টাকা না দিয়ে রেহেনা ঢাকায় চলে যায়। গত বৃহস্পতিবার বিকালে রেহেনার বড় ভাই গিয়াস উদ্দিন তন্তর বাজারে আসলে মোহনের হামলার শিকার হয়।

গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, আমার বোন মোহনের কাছ থেকে যখন সুদে টাকা নেয় সে বিষয়ে প্রথম আমার জানা ছিল না। তবে যখন টাকার বিষয়ে শালিস বৈঠকে বসা হয়েছিল তখন আমি উপস্থিত ছিলাম। ঈদের পরে তন্তর বাজারে কামরুলের দোকানে চা খেতে গেলে মোহন আমার ওপর ক্ষিপ্ত হয়ে পাওনা টাকা দিতে বলে ও মারধর করে। রেহেনা বেগম বলেন, পাওনা টাকার চাপে আমি বাড়িতে থাকতে পারি না। সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে ঢাকায় চলে যাই।

সুদী টাকা ফেরত দেয়ার মত কোন অবস্থা নেই আমার। বাড়ি ছেড়ে পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমার ভাই তো মোহনের কাছ থেকে টাকা নেয়নি। মোহন টাকার জন্য আমার ভাইকে মারধর করেছে। এ ঘটনায় শুক্রবার বিকালে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে মো. মোহনের মোবাইল ফোন কল করা হলে তার ভাতিজা কাউসার জানান, আমার চাচী গিয়াস উদ্দিনের বাড়িতে টাকা চাইতে গেলে তারা মারধর করে। পরে তন্তর বাজারে গিয়াস উদ্দিন আসলে মোহন চাচার কথা কাটাকাটির এক পর্যায় মারামারি হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, প্রায় ৩ মাস আগে বৈঠকে বসা হলে মোহনের দাবি অনুসারে মোট ৭ লাখ টাকার মধ্যে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে। রেহেনা বাকী টাকা দ্রুত পরিশোধ করার কথা বলে এলাকা থেকে চলে যায়। এনিয়ে তন্তর বাজারে মারধরের বিষয়টি লোকমুখে শুনেছি।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আবিদ হোসেন জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি

Leave a Reply