মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সরকারি হালট দখল করে চলাচলের রাস্তায় ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ওই এলাকার শতাধিক বাসিন্দা বিক্ষোভ করেছেন। উপজেলার সোনারং গ্রামে যাতায়াতের সড়কে সরকারি হালট দখল করে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছেন বাসেত শেখ (৬০)।
এর আগে শুক্রবার (৭ জুলাই) সকালে ঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরকারি হালটের রাস্তা দখল করে ঘর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শতাধিক নারী ও পুরুষ। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আমরা মারা গেলে আমাদের লাশের খাট নিয়ে বের হওয়ার রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন বাসেত শেখ। সরকারি হালট দখল করে তার এই ঘর নির্মাণের ফলে এলাকার ৪০০ লোকের মরার পরে খাট বের করার রাস্তাটুকু থাকবে না।
সরেজমিনে দেখা যায়, উত্তর সোনারং গ্রামের কবরস্থান থেকে সোনারং মহিলা মাদ্রাসার সাথে যুক্ত হওয়া প্রায় দুই কিলোমিটার রাস্তাটিতে বাসেত শেখ টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছেন। সরকারি হালটের কাঁচা রাস্তাটির সম্পূর্ণ অংশ দখল করে এই ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ঘরটির নিচের অংশের কাজ শেষ হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অফিস বন্ধের দিনে ঘর নির্মাণ করেন বাসেত শেখ। ভূমি কর্মকর্তারা একাধিকবার এ স্থানে ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন তারপরেও বাসেত শেখ নিয়মনীতির তোয়াক্কা না করে এই ঘর নির্মাণ করছেন।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, সরকারি হালট দখল করে বাসেত শেখ ঘর নির্মাণ করছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছি। এসিল্যান্ড এসে কাজ বন্ধ কর দিয়ে গেছেন। এখন বন্ধের দিনে তারা ঘর নির্মাণ করছেন। আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করেছেন।
অভিযুক্ত বাসেত শেখ বলেন, আমি আমার পৈতৃক জমিতে ঘর তুলছি। কোনো সরকারি জমিতে ঘর তুলিনি। ওরা আমাকে পৈতৃক জমিতে ঘর তুলতে বাধা দিচ্ছে।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাশেদুজ্জামান বলেন, সরকারি হালট দখলের সুযোগ নেই। হালট হালটের স্থানে থাকবে। কেউ যদি হালট দখল করে পাকা ভবনও নির্মাণ করেন তারপরেও উচ্ছেদ করা হবে।
ব.ম শামীম/এএএ
Leave a Reply