দেড় যুগ আগেও মুন্সিগঞ্জের নাট্যচর্চা ছিল চোখে পড়ার মতো। সেখানকার গণসদন হলে আয়োজিত হতো সপ্তাহব্যাপী নাট্য উৎসব। বিখ্যাত ও সুপরিচিত অনেক নাট্যশিল্পীই এখানে অভিনয় করতে আসতেন। সেই হলে নাটক দেখতেও শত শত দর্শকের লাইন লেগে যেত।
এখন সেই গণসদন হলটি দেখলে গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলার কারণে হলটি যেন এখন ‘ভুতুড়ে বাড়ি’। সেই হল পরিণত হয়েছে পরিত্যক্ত ময়লার ভাগাড়ে। সন্ধ্যা নামলেই মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় এই হল। দীর্ঘদিন ধরে হলটি নিয়মিত সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে জেলার শিল্পীরা।
জানা যায়, সদর থানার পশ্চিম পাশে মালপাড়া এলাকায় অবস্থিত এই হল স্বাধীনতার আগে প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। পরে সত্তরের দশকের শেষের দিকে সেটিকে সাংস্কৃতিক চর্চার জন্য ছেড়ে দেওয়া হয়। ‘গণসদন নাট্যমঞ্চ’ নাম দিয়ে সরকারিভাবে হলটির উদ্বোধনও করা হয়। ১৯৭৯ সালে তৎকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রী অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ‘গণসদন’ নাট্যমঞ্চ নাম দিয়ে হলটির উদ্বোধন করেন।
এই হলে রক্তকরবী, কবর, কঞ্জুস, নূরুলদিনের সারাজীবন, মা, হীরক রাজার দেশে, পায়ের আওয়াজ পাওয়া যায়, ওরা কদম আলী, এক পেয়ালা কফি, জমিদার দর্পন, সুজন বাদিয়ার ঘাট, নকশী কাথার মাঠ, ১৯৭১, মানুষ এবং, নতুন মানুষ, প্রত্যাশিত প্রলাপ, এখন দুঃসময়, বাসন, ইতিহাস কাঁদে—এমন অনেক জনপ্রিয় মঞ্চ নাটক নিয়মিত মঞ্চায়ন হয়েছে।
জেলার সংস্কৃতি কর্মীরা জানান, ঐতিহ্যবাহী গণসদন হলটি মুন্সিগঞ্জের সাংস্কৃতিক চর্চা ও নাট্য আন্দোলনের প্রধান চারণভূমি ছিল। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কয়েকটি প্রজন্মের প্রগতিশীল চিন্তা-চেতনার প্রসার ঘটেছিল এ গণসদন হলকে কেন্দ্র করে। জাতীয় পর্যায়ের নাট্য আন্দোলনের সঙ্গে সমন্বয় করে স্থানীয় নাট্য সংগঠনগুলো গণসদনের নাট্যমঞ্চে নাট্যচর্চা ও সৃজনশীল নাট্য আন্দোলনকে গতিশীল করেছিল।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, হলের দেয়ালের বিভিন্ন অংশ খসে পড়েছে। দেয়ালের লতাপাতা পেঁচিয়ে রয়েছে। অনেক স্থানে ভেজা শ্যাওলা গজিয়েছে। কোথাও কোথাও দেয়ালের উপরে ছোট ছোট গাছ লতাপতার সঙ্গে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করতে দেখা যায়, হলের উপরের ছাদ খোলা। মঞ্চ থেকে শুরু করে সব কিছুই নষ্ট হয়ে গেছে।
কক্ষের মেঝেতে জমে আছে আধাহাত পানি। পানিতে মশা গিজগিজ করছে। সেখানে আশপাশের বাড়ি ময়লার-আবর্জনার স্তূপ। হরেক রকম আগাছা। ময়লার স্তুপের নিচে চাপা পড়ে সব মিলিয়ে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে এক সময়কার জাঁকজমকপূর্ণ হলটির।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জানা গেছে, ১৯৯৮ সালে সর্বশেষ গণসদন হলটি সংস্কার করা হয়। ২০০৭ সালে রহস্যজনকভাবে এক রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হলটির পুড়ে নষ্ট হয়ে যায় ব্যবহারের সবকিছু। এরপর থেকে সাংস্কৃতিক চর্চা থমকে যায় এখানে। বন্ধ হয়ে যায় নাট্য আয়োজনসহ সব সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় পরিত্যক্ত এই হলটি। অথচ মাত্র দুইগজ দূরেই মুন্সিগঞ্জ সদর থানার অবস্থান।
মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, গণসদন হলটি মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের জন্মদাতা। এই স্থান থেকে মুন্সিগঞ্জের সাংস্কৃতিক চর্চা শুরু হয়। অযত্ন, অবহেলা ও সংস্কারের অভাবে গণসদন হলটি এখন জরাজীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে।
তিনি বলেন, গণসদন হলটি পুনঃসংস্কার হলে সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি হলটিকে পুনরায় সংস্কার করা হোক।
গণসদন হলকে পুনঃসংস্কার করে আধুনিক মিলনায়তন ও কালচারাল কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই হলটি। এ নিয়ে অনেক আন্দোলন, সংগ্রাম হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
সাংস্কৃতিক কর্মীদের মঞ্চে থাকার কথা, রাজপথে নয়। তবে সাংস্কৃতিক কর্মীদের প্রাণের দাবি বাস্তবায়নে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রয়োজনে পুনরায় রাজপথে নামবে।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল বলেন, সংস্কৃতি চর্চায় হলটি সংস্কার অথবা পুনঃনির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে মনিটরিং চলছে। হলটি পুণ্যসংস্কার করা হলে আগামীতে প্রতিবছর বিপুল অংকের রাজস্ব যোগ হবে সরকারি ট্রেজারিতে। ফলে বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
ঢাকা মেইল
Leave a Reply