মুন্সীগঞ্জের মিরকাদিম বৃহত্তর আড়তে হরেক রকমের মাছের পসরা। স্থানীয় তাজা মাছের লাফালাফিতেই চলছে পাইকারি ডাক। মাছ কিনতে উপচেপড়া ভিড়। তবে দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ ভোক্তার। বন্ধ হয়নি মাছে রং মেশানো।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরের মিরকাদিম আড়তে বর্ষার ভোরে ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়। রুপালি ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়েছে। আর পাইকারি ডাকে বিক্রি হয় রুই, কাতল, বোয়াল, আইড়, পাঙ্গাশসহ স্থানীয় খাল-বিলের তাজা মাছ। মাছের বড় বড় পসরা। আর সামুদ্রিক মাছেরও ছড়াছড়ি। তবে হাটটিতে চেউয়া ও শিং মাছে কাপড়ের রং মিশানোর অভিযোগ ভোক্তাদের।
গত সপ্তাহের তুলনায় কেজিতে মাছের দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। মাছের পর্যাপ্ত সরবরাহের পরেও দাম বেড়ে যাওয়ার তারা দুষলেন সিন্ডিকেটকে।
ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামের জন্য চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছেন না তারা। সবকিছুতে যেমন সিন্ডিকেট আছে মাছের বাজারেও তাই। ফলে দাম ক্রেতাদের নাগালের বাইরে। পাশাপাশি চেউয়া ও শিং মাছে ব্যবসায়ীরা কাপড়ের রং ব্যবহার করে বলেও অভিযোগ ক্রেতাদের।
পদ্মা সেতু চালু হওয়ায় হাটটিতে মাছের সরবরাহ বেড়েছে। তবে আড়তদার সমিতি দাবি করছেন ছুটির দিনে চাহিদা আরও বেশি থাকায় দাম চড়া। তবে মাছে রং মেশানোর অভিযোগ স্বীকার করে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন।
মিরকাদিম মৎস্য আড়তের সহসভাপতি হাজী রুহুল আমিন বলেন, ‘প্রশাসন তো নিয়মিত বাজার পরিদর্শন করছে না। তারা পরিদর্শনে এলে যারা রং মেশাচ্ছে আমরাই তাদের ধরিয়ে দিতাম।’
১৭ লাখ মানুষের মুন্সীগঞ্জে প্রতি বছর মাছের চাহিদা ১১ হাজার মেট্রিক টন।
মৎস্য বিভাগের তথ্য মতে, জেলায় গেল এক বছরে প্রায় ৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এর বড় একটি অংশ বিক্রি হয় এই হাটে।
মিরকাদিম আড়তে মাছের দাম (কেজিপ্রতি)
ইলিশ ১৯০০-২৫০০ টাকা
নদীর পাঙ্গাশ ৮০০-১০০০টাকা
চাষের পাঙ্গাশ ১৮০-১৯০ টাকা
নদীর রুই ৫০০-৬০০ টাকা
চাষের রুই ৪০০-৫০০ টাকা
কাতল ৪০০-৫০০ টাকা
কাচকি ৩০০-৪০০ টাকা
কার্প ১৫০-২০০ টাকা
বাগদা চিংড়ি ৪০০-৬০০ টাকা
গলদা ৬০০-১০০০ টাকা
তেলাপিয়া ২০০-২২০ টাকা
আইর ৮০০-১২০০ টাকা
পাবদা ৪০০-৫০০ টাকা
চাষের কৈ ১৭০-১৮০ টাকা
চাষের শিং ৩০০-৪০০ টাকা
বোয়াল ৫০০-৮০০ টাকা
বাইলা ৬০০-১০০০ টাকা
পোয়া ৩০০-৫০০ টাকা
ফলি ২০০-৪০০ টাকা
চেউয়া ১২০-৮০০ টাকা
মলা ৬০০-৮০০ টাকা
শোল ৪০০-৬০০ টাকা
সময় সংবাদ
Leave a Reply