শ্রীনগরের হরপাড়ায় বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে জমে পানি। গাড়ি চলে হেলেদুলে। ঝাঁকুনিতে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সড়ক ও জনপথের শ্রীনগর চকবাজার-ছনবাড়ি চৌরাস্তার সড়কটির হরপাড়ায় মাত্র ৪শ’ ফুট সড়কের এই সমস্যা দীর্ঘদিনের। ঝুঁকিপূর্ণ সড়কটিতে মাঝেমধ্যেই ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছেন। দেখার যেন কেউই নেই। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (শ্রীনগর) শহিদুল ইসলাম বলেন, রবিবার সড়কটি নিজে সরেজমিন পরিদর্শন করব। রেললাইনের কাজের কারণে আমরা এ অংশ সংস্কারে অপেক্ষা করছিলাম। তবে রেলের কাজ যেহেতেু শেষ হয়েছে, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, সড়কটুকুর সমস্যা সমাধানে সড়ক ও জনপথ বিভাগ এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের দায়িত্বশীলদের লিখিতভাবে পত্র দেওয়া হয়েছে।
জনকন্ঠ
Leave a Reply