টঙ্গিবাড়ীতে বাল্যবিবাহ বন্ধ করে দিলো পুলিশ

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে বাল্যবিবাহ সময় বন্ধ করে দিয়েছে টঙ্গিবাড়ী থানা পুলিশ । ১৪ই জুলাই শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের মো: আসলাম শেখের নাবালিকা মেয়ে মোসাম্মত সুরাইয়া আক্তার ( ১৬) কে পাশের ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের ইটালী প্রবাসী আফজাল বেপারীর ছেলে হেলাল বেপারীর সাথে বিয়ের দিন ধার্য্য করে ধুমধাম করে প্রায় ৪শত মানুষের খাবারের আয়োজন করে বিবাহর অনুষ্ঠিত হয় ।

এ সময় টঙ্গিবাড়ী থানা পুলিশ এস আই মো: স্বজল উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয় । টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকতা মো: রাজিব খান জানান, বাল্যবিবাহর সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে । পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনের লোকজন পালিয়ে গিয়েছে । এস আই স্বজল জানান, সংবাদ পাওয়ার পর বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। মেয়ে প্রাপ্ত বয়স না হলে বিয়ে দিবে না বলে মেয়ের পরিবার মোচর লিখা দিয়েছে ।

যাযাদি

Leave a Reply