আলুর দাম বাড়ার নেপথ্যে

কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জে এক মাসে কেজিপ্রতি আলুর দাম বেড়েছে ১২ থেকে ২১ টাকা। হিমাগার থেকে আলু বের করার পর বেচাকেনায় ৫ থেকে ৬ হাত বদল এবং খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি অতিরিক্ত লাভে বিক্রি করায় এই মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জের ৬৩টি হিমাগারে চাহিদার চেয়েও দ্বিগুণ পরিমাণ আলুর মজুদ থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে খুচরা বাজারে আলুর মূল্য বেড়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন যথাযথভাবে বাজার তদারক না করায় অসাধু ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে আলুর মূল্য বাড়িয়েছে বলেও ক্রেতারা মনে করছেন।

জানা গেছে, বর্তমানে পাইকারি ও খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুতে দামের পার্থক্য ১৫ থেকে ১৬ টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা কেজিপ্রতি ৫ টাকা লাভে আলু বিক্রি করে দিলেও খুচরা ব্যবসায়ীরা তাদের চেয়ে দ্বিগুণ লাভে বিক্রি করায় আলুর মূল্য বেড়েছে। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকাকে আলুর দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে দাবি করেছেন খুচরা ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ৬৭টি হিমাগারের মধ্যে বর্তমানে সচল ৬৩টি হিমাগারে মজুদ রয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩৩৩ টন আলু। এর মধ্যে খাবার আলু মজুদ রয়েছে ২ লাখ ৬৫ হাজার ৯৫২ টন, যা চাহিদার তুলনায় দ্বিগুণ। এ ছাড়া বীজ আলুর মজুদ রয়েছে ৭৭ হাজার ৩৮১ টন।

অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর মুন্সীগঞ্জে হেক্টরপ্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ৩ লাখ ১৩ হাজার টাকা। প্রতি হেক্টরে উৎপাদন ৩০ দশমিক ৭৫ টন অথবা ৩০ হাজার ৭৫০ কেজি। চলতি মৌসুমে আলু উৎপাদন ও পরিবহন খরচসহ সংরক্ষণ ব্যয় দাঁড়িয়েছে প্রতি কেজিতে ১১ থেকে ১৩ টাকা।

গত রোববার মুন্সীগঞ্জ সদরের বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, রিভারভিউ, কদমরসুল, এলাইট, নিপ্পন, দেওয়ান আইস ও নিসান কোল্ড স্টোরেজ এবং টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী ও একতা কোল্ড স্টোরেজ ঘুরে দেখা গেছে, এসব হিমাগারে বিপুল পরিমাণে আলু মজুদ রয়েছে। বর্তমানে এসব আলু বের করে বাছাই করার পর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও কৃষকরা পাইকারি পর্যায়ে প্রতি কেজি আলু ২৭ থেকে ২৯ টাকায় বিক্রি করছে। এতে ৫০ কেজি ওজনের প্রতিটি বস্তার দাম পড়ছে ১৩৫০ থেকে ১৪৫০ টাকা। সেই আলু আড়তদাররা কেজি প্রতি ৫-৬ টাকা লাভে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে ৩২-৩৩ টাকায়। খুচরা বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৬ টাকা দরে। সেই হিসেবে খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি লাভ করছে ৯ থেকে ১৪ টাকা। এক মাস আগে কেজিপ্রতি আলু বিক্রি হতো ২৫ থেকে ৩০ টাকা দরে। অর্থাৎ এক মাসে কেজিপ্রতি আলুর দাম বেড়েছে ১২ থেকে ২১ টাকা।

মুন্সীগঞ্জ সদর কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেনের দাবি, আলুর দাম বৃদ্ধির সঙ্গে খুচরা ব্যবসায়ীরা জড়িত নেই। হিমাগারে মজুদ আলু ঢাকার কাঁচামালের আড়তদারদের কাছে বিক্রি করে দেয় ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও আড়তদাররা মিলেই আলুর দাম বাড়িয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক হিমাগারের ব্যবস্থাপক বলেন, পাইকারি বাজারে কিছুদিন আগে কেজি প্রতি ৩১ টাকা হলেও বর্তমানে ২৯ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৬ টাকা দরে। এজন্য পাইকারি ব্যবসায়ীরা নয়, খুচরা ব্যবসায়ীরা দায়ী।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আজিজ বলেন, ৬৩টি হিমাগারে চাহিদার চেয়ে দ্বিগুণ খাবার আলু মজুদ রয়েছে। কৃষকরা আলু বিক্রি করার পর ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই কৃষি বিভাগের।

মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কোনো কোনো হিমাগারে রসিদ ছাড়াই বেচাকেনা হচ্ছে আলু। বদল হচ্ছে ৫-৬ হাত। এ ক্ষেত্রে কেজিতে ১ টাকা করে দাম বাড়লেও ৬-৭ টাকা বেড়ে যায়। কিন্তু কেজিপ্রতি দ্বিগুণ লাভে বিক্রি করায় আলুর মূল্যও বেড়েছে কয়েক গুণ। বিষয়টি বুঝতে পেরে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। দুটি হিমাগার কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বাজারগুলোতে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সমকাল

Leave a Reply