গজারিয়ার বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনাঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে মতিউর রহমান (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মতিউরের ভাই শাওন বলেন, মেঘনাঘাটে স্যামস্যাং কোম্পানির বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পষ্ট হয় আমার ভাই। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট থানার ভায়া লক্ষ্মীপুরে। বাবার নাম আকরাম হোসেন। বিদ্যুৎকেন্দ্র এলাকাতেই থাকতেন আমার ভাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

কাজী আল-আমিন/বিএ/এএসএম

Leave a Reply