মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থানের রাস্তা নিয়ে কমিটির সভাপতির সেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার প্রাণী মন্ডল গ্রামের মাদানী নগর কবরস্থানের সামনে এই কর্মসূচী পালিত হয়।
এসময় গ্রামটির প্রায় তিন শতাধিক মুসল্লি মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানায়, ওই এলাকার শেখ হযরত আলী ২০১৪ সালে নিজে ১২ শতক জমি কবরস্থানের নামে ওয়াকফ রেজিস্ট্রি করে দেয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাকে সভাপতি রেখে পরিচালনা কমিটি গঠন করে। গ্রামবাসী এতোদিন মসজিদের জায়গা ব্যবহার করে কবরস্থানে যাতায়াত করতো। মসজিদের জায়গা ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হলে গ্রামবাসী কবরস্থানের পরিধি বাড়ানোর জন্য কবরস্থানের সাথে সংযুক্ত ৪০ শতক জমি ও এক শতক জমি রাস্তার জন্য ক্রয় করার প্রস্তাব করে।
এতে সবাই একমত হয়ে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে ৪০ শতক জমি কবরস্থানের নামে ক্রয় করে। কিন্তু সভাপতি শেখ হযরত আলী চতুরতার আশ্রয় নিয়ে রাস্তার এক শতক জমি নিজের ছেলের নামে রেজিস্ট্রি করে নেয়।
বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী স্থানীয় জন প্রতিনিধিদের দরখস্ত করা হয়। কিন্তু হযরত আলী জনপ্রতিনিধিদের কথা দিয়ে কথা রাখেনি।
মাদানী নগর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ ফারুক বলেন, কমিটির সভাপতি হয়ে এমন কাজ করবে তা আমাদের ভাবনায়ও আসেনি। সে যদি রাস্তার জায়গা নিজের ছেলের নামেই রেজিস্ট্রি করে নিবে তাহলে এতো টাকা ব্যয়ে ৪০ শতক জমি ক্রয় করার কোন মানে ছিল না।
এই ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য হযরত আলীকে ফোন করা হলে তার ছেলে সোহেল ফোন ধরে বলেন, ওই জমি তাদের নামে রেজিস্ট্রি করা। তাই মানববনন্ধনের দাবী সঠিক নয়।
অবজারভার
Leave a Reply