পাওনা টাকা নিয়ে মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিবেশীর কাছে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের শেরকান্দি গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে দফায় দফায় ধারালো অস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার এক ভিডিও চিত্রের সূত্র ধরে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে কোন পক্ষই এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চরকেওয়ার ইউনিয়নের শেরকান্দি গ্রামের প্রতিবেশী জাহাঙ্গীর গ্রুপ ও রশিদ মোল্লা গ্রুপের মধ্যে পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিজেদের বসত বাড়ির উঠনে ধারালো দেশিয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যায় নিয়ে আসেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা জাহাঙ্গীর গ্রুপের আজিজ মোল্লার স্ত্রী হাজেরা বেগম ও তার মেয়ে অঞ্জনাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এছাড়াও এ ঘটনায় বাকি আহত জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন, ইমন, আজিজ মোল্লা, রোজিনা, সায়েমা, নূপুর, রশিদ মোল্লা, আব্দুল রউফ, মনু ভূইঁয়া, জাহানারা ও শাহজামাল মোল্লা সহ আরও বেশ কয়েক জন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জাহাঙ্গীর গ্রুপের ৯ জন ও রশিদ মোল্লা গ্রুপের ৫ জন আহত হয়েছে।

আহতদের অভিযোগ দীর্ঘদিন ধরে ধারের টাকা পরিশোধ করা নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই প্রতিবেশীর মধ্যে সেই ঘটনার জের ধরে ঘটে এই সংঘর্ষের ঘটনা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান। এছাড়া পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে পুলিশ।

চ্যানেল 24

Leave a Reply