শ্রীনগর ছাত্রলীগের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে পেটানোর অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে সড়ক সংস্কারকাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। ওই সড়ক দিয়ে একটি বাসে ঢাকার দিকে যাচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বাস যাওয়ার জন্য সড়ক ছাড়তে দেরি করায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে পিটিয়ে পানিতে ফেলে দেওয়া হয়।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চান্দেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান ও তাঁর সঙ্গে থাকা ১০-১৫ জন নেতা-কর্মী ওই ব্যবস্থাপককে মারধর করেন। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম ফরহাদ হোসেন। তিনি ‘এমডি কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক। এ ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে উপজেলার বীরতারা ইউনিয়নের চৌধুরী রোডের চান্দেরটেক এলাকায় এক্সকাভেটর দিয়ে সংস্কারকাজ করা হচ্ছিল। দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রো ব-১৫-৭১১২ নম্বরপ্লেট–যুক্ত একটি বাস ওই সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি চান্দেরটেক এলাকায় আসার পর সড়কের সংস্কারকাজের জন্য আটকে যায়। এ সময় বাস থেকে কয়েকজন এক্সকাভেটর সরিয়ে বাস ছেড়ে দিতে বলেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তাঁদের দুই মিনিট অপেক্ষা করতে বলেন। তখন কয়েকজন বাস থেকে নেমে ওই ব্যবস্থাপকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই ব্যবস্থাপককে মারধর করে খালপাড়ের কাদাপানিতে ফেলে দেন।

ভুক্তভোগী ফরহাদ হোসেন বলেন, ‘সরকারি রাস্তার কাজ করছি। কাজের স্বার্থে দু-এক মিনিট রাস্তা বন্ধ রাখতে হয়। কাউসার খান নামের এক ব্যক্তি সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে গালিগালাজ শুরু করেন। এ সময় কাউসারের সঙ্গে আরও ১০-১৫ জন এসে আমাকে বেধড়ক পেটায়। একপর্যায়ে তারা আমাকে পানিতে ফেলে দেয়। আমার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করব।’

অভিযোগ অস্বীকার করেছেন সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান। তিনি বলেন, আজ দলীয় কর্মসূচি পালন করতে ঢাকায় ছিলেন তিনি। তিনি কাউকে মারধর করেননি। এমন কোনো ঘটনাও ঘটেনি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো

Leave a Reply