সিরাজদিখানে নিখোঁজ মাদরাসা ছাত্রী সাকিবা আক্তার: ৬ দিনেও উদ্ধার হয়নি

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানের এক মাদরাসা থেকে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্রী মোছাঃ সাকিবা আক্তাররের(১২) । সে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের মো. ইয়াছিনের মেয়ে। ওই ছাত্রীর মা আসমা বেগম মঙ্গলবার (১৮ জুলাই) সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, নিখোঁজ ছাত্রী সাকিবা আক্তার মালপদিয়া বকুলতলা আল্লাহর দান আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিম খানা (লিল্লাহ বোডিং) এর ৩য় শ্রেণিতে পড়াশোনা করত। গত ১৮ জুলাই সকাল ৯টার দিকে সে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরেনি।

নিখোঁজ ছাত্রীর মা আছমা বেগম বলেন, ঈদের ছুটির পর গত ১০জুলাই আমি আমার মেয়েকে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে যাই। গত ১৮ জুলাই আমার মেয়ের চাচাতো বোন মাদ্রাসা থেকে আমাকে ফোন করে বলে সাকিবা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দ্রুত মাদ্রাসায় এসে হুজুরদের জিজ্ঞাসা করলে তারা বলতে পারে না আমার মেয়ে কোথায় গেছে। তাদের মাদ্রাসা থেকে যে আমার মেয়ে হারিয়েছে তারা থানায় এসে নিখোঁজের ডাইরিও করেনি। পরবর্তীতে আমি নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি। আজ পর্যন্ত আমার মেয়েটাকে খুঁজে পেলাম না।

এ বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, সে আমাদের মাদ্রাসার নিয়মিত ছাত্রী। প্রায় চার বছর ধরে আমাদের এই মাদ্রাসায় সে পড়াশোনা করছে। আজ পর্যন্ত কোথাও যায়নি। গত ১৮ জুলাই মাদ্রাসার পাশের এক বাড়িতে এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ায়। অনেকেই সেখানে গিয়েছিল দেখতে তখন হয়তো মাদ্রাসার গেটের দিকে মহিলা দারোয়ান না থাকায় সে বাহিরে কোথাও যেতে পারে। আমরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করছি। এছাড়া মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করিয়েছি।

সিরাজদিখান থানার পুলিশ উপ-পরিদর্শক ফয়জুল ইসলাম বলেন, নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে সর্বপ্রকার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply