মো. মাসুদ খান: মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ ক্যাম্পাসটি এখন পানকৌড়িদের নিরাপদ আশ্রয়স্থল। আড়িয়ল বিলে এখন সাঁতার কাটছে অসংখ্য পানকৌড়ি। প্রতিবারের মতো এবারও তারা বাসা বেঁধেছে বিস্তীর্ণ বিল এলাকার বড় বড় গাছে। আর এদেরই বেশ কিছু সদস্য স্থায়ী কলোনি গড়েছে শ্রীনগর কলেজের উঁচু গাছগুলোতে।
পানকৌড়ির ডাকাডাকি ও ডানা মেলে রোদে গা শুকানোর দৃশ্য দর্শনার্থীদের মন কেড়ে নেয়।
নিরাপদ আশ্রয় আর খাবারের প্রাচুর্যের কারণে এ অঞ্চলের খাল-বিল, নদীনালা ও বিস্তীর্ণ আড়িয়ল বিলে বর্ষা মৌসুমের শুরুতেই দল বেঁধে পানকৌড়ি আসতে থাকে। এদের অনেকেই স্থায়ীভাবে বাসা বেঁধেছে শ্রীনগর সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গাছে। এরা ছোট পানকৌড়ি, আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে আবাসিক পাখি হিসেবেই পরিচিত।
শীতে যে পরিযায়ী পানকৌড়ি আসে, তা আকারে এদের চেয়ে চার-পাঁচ গুণ বড়। কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, কেউ এই পাখিগুলোকে বিরক্ত করে না বলেই এরা এখানে বাসা বেঁধেছে। শুকনো ডাল ও লতাপাতা দিয়ে বাসা তৈরি করে এরা। তবে কলেজের নতুন ভবন নির্মাণের জন্য গাছ কাটা পড়ায় অন্যান্য বছরের তুলনায় এবার পানকৌড়ির উপস্থিতি কম।
শ্রীনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আড়িয়ল বিলজুড়ে লম্বা গলার কালো রঙের এই পাখির দল ভেসে বেড়াচ্ছে। খুব চঞ্চল এই পাখি খাবারের খোঁজে ইতিউতি তাকাচ্ছে। হঠাৎই ডুব দিয়ে কয়েক ফুট দূরে ভুস করে ভেসে উঠছে। তখন তার শক্ত বাঁকা ঠোঁটে চেপে ধরা থাকে ছোট মাছ। পানকৌড়ি ছাড়াও এই বিলে দেখা মিলেছে বালিহাঁস, কয়েক ধরনের বকসহ নাম না জানা বিভিন্ন প্রজাতির পাখি।
বর্ষার এই মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আড়িয়ল বিলের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নৌকাভ্রমণে আসছে অসংখ্য পর্যটক। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পানকৌড়িসহ অন্যান্য পাখি ঝাঁক বেঁধে নীড়ে ফেরে। মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে থাকে দর্শনার্থীরা।
শ্রীনগর সরকারি কলেজ ছাড়াও আড়িয়ল বিল এলাকার গাদিঘাট, কুকুটিয়া এলাকার বিবন্দী বাজারের খালের পাশে ও আশপাশের বসতবাড়ির বেশ কিছু উঁচু গাছে শত শত পানকৌড়ির বাসা চোখে পড়ে। বাসাগুলোতে ছানার মুখে আহারের জোগান দিচ্ছে মা পানকৌড়ি।
স্থানীয়রা পানকৌড়িকে ‘পানিকাউ’ নামে ডাকে। এলাকাবাসী জানিয়েছে, প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি আসার শুরু থেকেই দল বেঁধে পানিকাউরা আসতে শুরু করে। জলাশয়ের কাছাকাছি উঁচু গাছগুলোতে এরা বাসা বেঁধে বংশ বিস্তার করে। কার্তিক মাসে খাল-বিলের পানি নামা শুরু হলে এরা খাবারের খোঁজে অন্যত্র চলে যেতে থাকে। তবে শ্রীনগর সরকারি কলেজ, বিবন্দী বাজার এলাকাসহ উপজেলার বেশ কয়েকটি স্থানে বিভিন্ন গাছে অসংখ্য পানকৌড়ি বছরজুড়েই বাস করে। কারণ আশপাশের জলাশয় ও পুকুর থেকে তাদের খাবার সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না।
কালের কণ্ঠ
Leave a Reply