সিরাজদিখানে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ফরহাদ শেখকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে (২৬ জুলাই) উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি এলাকায় বালুর মাঠে ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফরহাদ শেখ একই উপজেলার কাজীরবাগ এলাকার স্বপন শেখের(মনা) ছেলে।
যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের সুত্র থেকে জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের রথবাড়ি গ্রামের মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে পাশ্ববর্তী এলাকার স্বপন শেখের (মনা) ছেলে ফরহাদ শেখ বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে ২৬ জুলাই সন্ধ্যায় ওই ছাত্রী চটপটির দোকানে ফুচকা খেতে গেলে পথিমধ্যে ফরহাদ পিছু নেয়। ফচকার দোকান থেকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে পাশের বালুর মাঠে রাতে অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে ধর্ষক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধরে ফেলে পুলিশে খবর দেন। ছাত্রীর মা জানান, ঘটনার দিন আমার মেয়ে দোকানে ফুচকা নিতে আসলে আমার মেয়েকে মুখ চেপে ধরে বালুর মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।’
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ধর্ষণের বিষয়ে অভিযেগে ফরহাদ শেখকে আট করা হয়েছে।
নিউজজি
Leave a Reply