শ্রীনগরে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

শ্রীনগরে এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। শ্রীনগরে রাজনৈতিক মহলে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ছাপিয়ে আলোচানার বিষয় হয়ে উঠেছে যুবলীগ নেতা সাগরের ইয়াবা সেবনের ভাইরাল ভিডিও। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শেওলা রংয়ের জ্যাকেট পরিহিত সাগর একহাতে লাইটার ধরিয়ে অপরহাতে এ্যালমুনিয়াম পেপারে ইয়াবা সেবন করছে। জ্যাকেট পরিহিত থাকায় ধারণা করা হচ্ছে শীতের সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।

জানা গেছে, যুবলীগ নেতা সাগর নিজেকে শ্রীনগর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি পরিচয় দেয়। সে শ্রীনগর উপজেলা যুবলীগের আগামীর কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ দাবীদার। উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুনকে শুভেচ্ছা জানিয়ে তার দেয়া অনেক ফেস্টুনেই তিনি যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। সাগর এক সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরে কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি নেয়। কিন্তু গত ৩ বছরে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে হঠাৎ করেই শ্রীনগরের রাজনীতিতে উত্থান তার।

অপর একটি সূত্র জানায়, সাগর প্রায় আড়াই বছর ধরে শ্রীনগর থানা পুলিশের সাথে সখ্যতা করে দেদারছে মাদক ব্যবসা করে আসছে। এ কারণে থানা পুলিশও সাগরের বিষয়ে উদাসিন ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া শ্রীনগর থানায় বিভিন্ন বিষয়ে সে তদবির বাণিজ্য করে আসছে। তার এই তদবিরের বিষয়টি শ্রীনগরে এখন ওপেন সিক্রেট। ছড়িয়ে পরা ভিডিও’র বিষয়ে সাগর শ্রীনগর থানায় গত ৩০ জুলাই সাধারণ ডাইরি করেছে।

এই বিষয়ে সাগরের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিকভাবে একটি মহল আমাকে হেয় করার জন্য ভিডিও এডিট করে এই কাজ করেছে। আমি এই বিষয়ে শ্রীনগর থানায় একটি আইডির বিরুদ্ধে জিডি করেছি।

নিউজজি

Leave a Reply