মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। বুধবার (০২-আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে শহরের দেওভোগ এলাকার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দুই ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের যানজটের পাশাপাশি বিভিন্ন সময় চুরি ও ডাকাতিসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
তবে জেলার মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। চুরি, ডাকাতি ছিনতাইয়ের চেয়ে মাদক আরো ভয়াবহ। মাদক ও সন্ত্রাসের বিষয়ে পুলিশকে সহযোগীতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন নব নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মো. আদিবুল ইসলাম, ডিএসবি পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই – হাসান তুহিন, সাবেক সভাপতি মীর নাসিরুদ্দিন উজ্জল, কাজী সাব্বির আহম্মেদ দীপু, সহ সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, গোলজার হোসেন, সাবেক সহ-সভাপতি সুজন হায়দার জনি, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ রতন, ডেইলিস্টারের প্রতিনিধি চাকলাদার তানজিল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
যাযাদি
Leave a Reply