মামলা না নিয়ে থানায় বসে পুলিশের বিচার সালিশ, হুমকি

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত
মুন্সীগঞ্জ সদরে প্রতিপক্ষের হামলায় ফেরদৌসী বেগম নামে এক নারী ও তার মা আহত হয়েছেন। উপজেলার চরকেয়ার ইউনিয়ন ফুলতলা গ্রামে গত ২৯শে জুলাই রোববার এ ঘটনা ঘটে। ঘটনায় লিখিত অভিযোগ করে গত ৬ দিন ধরে থানায় ঘুরছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীদের মামলা না নিয়ে থানায় বসে বিচার সালিশ করে দেয়ার কথা বলছে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল্লাহ। থানায় বিচারে না বসলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের উল্টো মামলার ভয় দেখানো হচ্ছে।

জানা গেছে, ফেরদৌসী বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেয়ার ইউনিয়নের ফুলতলা এলাকার মানিক মিয়ার স্ত্রী। ফেরদৌসী তার স্বামী-সন্তানসহ তার নানার বাড়িতে থাকেন। গত বছর অন্যের জমিতে পাট চাষ করে করেন ফেরদৌসী। পাট বিক্রি করে কিছু টাকা জমিয়ে ছিলেন তিনি। সেখান থেকে স্থানীয় সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি অভাব অনটনের কথা বলে ফেরদৌসীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৯শে জুলাই অভিযুক্ত সাইদুল ও তার ভাই শহিদুল ফেরদৌসীদের বাড়িতে ঢুকে কাঠের চেলা দিয়ে তাকে বেদম পেটায়।

ভুক্তভোগী ফেরদৌসী বেগম বলেন, ‘ছোট থেকে ফুলতলায় নানির বাড়িতে বড় হয়েছি।

গ্রামে আমাদের কোনো আত্মীয়স্বজন নেই। স্থানীয় সাইদুল ও শহিদুলরা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমার মাকেও মারধর করেছে। শরীরে কাপড় খুলে হেনস্থা করছে। ৩০শে জুলাই থানায় অভিযোগের পর এসআই শহিদুল ইসলাম এসেছিলেন। আমাদের অবস্থা বিবেচনা করে মামলা নেয়ার আশ্বাস দিয়েছিল। গত কয়েক দিন ধরে থানায় চক্কর দিচ্ছি। পুলিশ এখন আর মামলা নিতে চাচ্ছে না। বিবাদীপক্ষের থেকে আর্থিক সুবিধা নিয়ে এসআই শহিদুল উল্টো আমাদের শাসাচ্ছেন। মামলা না নিয়ে থানায় বিচার করে দেবেন বলছেন। বৃহস্পতিবার সকালে আমার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে থানায় গিয়েছিলাম, ওসি স্যার মামলা নিতে বলেছিলেন। তবে এসআই শহিদুল মামলা দিতে নিষেধ করেন। আমরা মামলা করলে প্রতিপক্ষ আমাদের নামে মামলা করবে, আমার ছেলেকে এমন ভয় দেখায়। দুপুর পর্যন্ত মামলা করার জন্য এসআই শহিদুলের পেছনে ঘুরেছি। সে বলে আদালতে গিয়ে মামলা করতে। বিচার না পেয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছি। আল্লাহর কাছে নালিশ করেছি। কয়েক দিন থানায় ঘুরে বুঝেছি আমাদের মতো গরিবদের জন্য থানা, পুলিশ, বিচার নেই। টাকার কাছে শহিদুলদের মতো পুলিশরা বিচার বিক্রি করে দিয়েছে।’ তবে সব অভিযোগ অস্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ফেরদৌসী বেগমের ছেলে স্কুলে পড়াশোনা করে। ভবিষ্যতে পুলিশ হতে চায়। তাই সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। কারও বিরুদ্ধে মামলা করতে চায় না। থানায় বিচারের কথা বলিনি। মামলারও কোনো ভয়ভীতিও দেখাইনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী আমার কাছে এসেছিল। ঘটনার বিবরণ শুনে গত বৃহস্পতিবার এসআই শহিদুলকে ডেকে অভিযোগটি মামলা হিসেবে প্রস্তুত করতে বলেছিলাম। সে কী কারণে করলো না, সেটা জানা নেই। তবে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

মানবজমিন

Leave a Reply