মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টংগিবাড়ী থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আজিমপুরা গাজীবাড়ির মৃত আকবর আলীর ছেলে।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে টংগিবাড়ী থানা পুলিশের এসআই আল মামুন বলেন, ২০২১ সালে মাদক মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত নূর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে ঢাকায় আত্মগোপন করেছিলেন তিনি। তার নামে বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে। র্যাবের সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান ঢাকা পোস্টকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে ।
ব.ম শামীম/এমজেইউ
Leave a Reply