খিদিরপুর গ্রামজুড়ে কান্না

স্ত্রী ও দুই সন্তান নিয়ে ট্রলারে পদ্মা সেতু দেখতে গিয়েছিলেন রাজমিস্ত্রি জাহাঙ্গীর হোসেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীর বড় বোন। বাড়ি ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। জাহাঙ্গীর বেঁচে ফিরলেও ঘটনাস্থলেই মারা যান স্ত্রী, তাঁর বড় বোন ও দুই সন্তানসহ ট্রলারের সাত যাত্রী। চোখের সামনে স্ত্রী-সন্তানদের এমন মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন জাহাঙ্গীর। ঘটনার পর থেকে তিনি কারও সঙ্গে কথা বলছেন না; একটু পরপর ডুকরে কেঁদে উঠছেন। কারও সান্ত্বনায় তাঁর মন মানছে না।

গত শনিবারের এ ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামজুড়ে মাতম চলছে। এদিন ট্রলারে পদ্মা নদীতে পিকনিকে গিয়েছিলেন ওই ইউনিয়নের ৪২ জন। তাদের অধিকাংশ খিদিরপুর গ্রামের বাসিন্দা। বাড়ি ফেরার পথে রাতে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার ডহরী-তালতলা খালের রসকাঠি এলাকায় বাল্কেহেডের ধাক্কায় ট্রলার ডুবে সাতজন প্রাণ হারান। অন্যরা সাঁতরে তীরে ওঠেন। এখনও নিখোঁজ তিন শিশুর সন্ধানে অভিযান চলছে।
নিহতদের মধ্যে রয়েছেন–জাহাঙ্গীরের স্ত্রী এপি আক্তার (২৮), দুই ছেলে সাকিবুল (১০) ও সাজিবুল (৪) এবং এপির বড় বোন পপি আক্তার (৩০)। অন্যরা হলেন–লতব্দী গ্রামের মোকছেদা বেগম (৪০), খিদিরপুর গ্রামের প্রবাসী ফিরোজ সরকারের ছেলে ফারিয়ান (৮) ও শাহাদাত হোসেনের মেয়ে রোজা মনি (৪ মাস)। নিহত সবার দাফন সম্পন্ন হয়েছে।

দুর্ঘটনায় বেঁচে ফেরা ট্রলারের যাত্রী পলিন মিয়া বলেন, ‘আমি ট্রলারের সামনে বসেছিলাম। হঠাৎ মনে হলো, বড় কোনো জাহাজ আমাদের ওপর উঠিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি পানিতে পড়ে যাই। এর পর সাঁতরে তীরে উঠে দেখি, যে যার মতো প্রাণ বাঁচাতে সাঁতরাচ্ছে। চোখের সামনে ট্রলারটি ডুবে গেল। এর পর একে একে উদ্ধার হলো সাতজনের মরদেহ।’

নাতি-নাতনির অপেক্ষায় নুরুল ইসলাম

এদিন মা সমাপ্তি আক্তারের সঙ্গে ট্রলারে করে পদ্মা সেতু দেখতে গিয়েছিল তুরান (৮) ও নাভা (৫)। বড় পদ্মায় কী জানি কী হয়– এ জন্য সন্ধ্যায় তাদের একবার খবর নিয়েছিলেন নুরুল ইসলাম। তারা ফোনে জানিয়েছিল, নিরাপদে বাড়ির দিকে আসছে। রাত সোয়া ৮টার দিকে নুরুল ইসলাম খবর পান, ট্রলারটি ডুবে গেছে। এ দুর্ঘটনায় সমাপ্তিকে পাওয়া গেলেও এখনও নুরুল ইসলামের নাতি-নাতনিকে পাওয়া যায়নি। তাদের জন্য শনিবার রাত থেকে খালপাড়ে দাঁড়িয়ে আছেন তিনি।
নুরুল ইসলামের বাড়ি লতব্দি ইউনিয়নের কয়রাখোলা এলাকায়। নিখোঁজ তুরান ও নাভার বাবা আরিফ হোসেন সিঙ্গাপুর প্রবাসী। নিখোঁজ আরেক শিশুর নাম মাহিন; তার বাড়িও একই গ্রামে।

নিষেধাজ্ঞা অমান্য করে চলছিল বাল্কহেড

স্থানীয়রা বলছেন, অবৈধ বাল্কহেড বেপরোয়াভাবে চালানোয় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এমনকি স্রোতের তোড়ে বালিগাঁও বেইলি ব্রিজের পিলারে ধাক্কা লেগে ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে গত বছর এই নৌপথ দিয়ে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলায় শনিবার আবারও দুর্ঘটনা ঘটে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্কহেড চলাচল করছে। এদের শাস্তির আওতায় আনা হবে।

ট্রলার উদ্ধার, মামলা

ডুবে যাওয়া ট্রলারটি গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের উপপরিচালক ওবায়দুল করিম খান বলেন, ট্রলারে কয়েকটি মোবাইল ফোন পাওয়া গেছে। কারও মরদেহ পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে, ট্রলারে ধাক্কা দেওয়া বাল্কহেডের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছেন নিহত পপি ও এপির ভাই মো. রুবেল। লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন বিষয়টি জানিয়েছেন।

নিহতদের পরিবারকে সহায়তা

নিহত প্রত্যেকের পরিবারকে গতকাল ২৫ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। ঘটনার পর আটজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এ বিষয়ে সিরাজদীখান ইউএনও শরীফুল ইসলাম তানভীর বলেন, ‘এদিন রাতে একজনের আসল নাম ও ডাকনাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া হৈ-হুল্লোড়ের মধ্যে সঠিকভাবে মরদেহের সংখ্যা নিরূপণ করা যায়নি। গতকাল সহায়তার টাকা দিতে গিয়ে বিভ্রান্তি দূর হয়। আটজন নয়, সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এদিকে, ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

সমকাল

Leave a Reply