শ্রীনগরে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

শ্রীনগরে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। উপজেলার আল-আমিন বাজার-বাঘড়া বাজার সড়কের পাশে আব্দুল মান্নানের বাড়ির পাশে এই নির্মাণ কাজ চলমান আছে। ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারগাঁও এলাকার শেখ মজিদের পুত্র মো. মোয়াজ্জেম ও মাসুদের বিরুদ্ধে সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাগ্যকুল ও বাঘড়া দুই ইউনিয়নের সীমানাবর্তী পাকা সড়কটির পূর্ব পাশে সরকারি জায়গা (রেকর্ড অনুযায়ী খাল) ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বেশ কয়েকজন শ্রমিক তরিঘড়ি করে কাজ করছেন। এ সময় নির্মাণ শ্রমিক মনির, ফরিদ ও কালাম বলেন, ঠিকাদার আমাদের এখানে কাজের জন্য আনছেন। জায়গার মালিককে আমরা চিনি না। স্থানীয়রা জানায়, মোয়াজ্জেম শেখরা সরকরি জায়গায় পাকা ঘর নির্মাণ করছেন। এক সময় পদ্মা নদীর শাখা খাল হিসেবে এটি দৃশ্যমান ছিল। কালের বিবর্তণে ভরাট ও দখলের কারণে খালটির অস্তিত্ব বিলীন হয়েছে।

যে যার মতো করে কামারগাঁও খালটির জায়গা দখল করে নিয়েছে। এখন ভূমি রেকর্ডের মধ্যেই খালটির অস্তিত্ব থাকলেও বাস্তবে খালের কোনো অস্তিত্ব নেই। খালটি দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এলাকাটি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে জানতে মো. মোয়াজ্জেম শেখের বাড়িতে গিয়েও তার স্বাক্ষাৎ পাওয়া যায়নি। তবে মোয়াজ্জেম শেখের ফুপাত ভাই আব্দুল রাজ্জাক বলেন, এখানে কিছু সরকারি জায়গা রয়েছে এটা ঠিক, তবে এই জায়গার সাথে আমার নানার মালিকানা সম্পত্তি আছে। রাজ্জাক বলেন, আমার মামাত ভাই মোয়াজ্জেম ও মাসুদ এখন বাড়িতে নাই। সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মোয়াজ্জেমদের মোবাইল নম্বর চেয়েও পাওয়া যায়নি। ভাগ্যকুল ইউনিয়ন ভূমি উপ-সহকারী মো. রাজেশ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

নিউজজি

Leave a Reply