আমাদের পৃথিবী এখন শূন্য। বুকের ধন হারিয়ে নিঃস্ব জীবনে বাঁচব কাকে নিয়ে, আমি তো বেঁচে ফিরেছি। আমার সন্তানদের তো বাঁচাতে পারলাম না। ছেলের লাশ বুকে নিয়ে কেঁদেছি, মেয়ের লাশটি শেষ দেখাও দেখতে পারলাম না।
এভাবেই চোখের জলে আত্মচিৎকার করে কথাগুলো বলছিলেন মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনার পরে ৫ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ থাকা শিশু নাভার মা শান্তা বেগম।
দুর্ঘটনায় দুই সন্তান হারিয়ে এখন পাগল প্রায় বাবা মা। দুর্ঘটনার দুইদিন পর নিখোঁজ এক সন্তান তুরাণ (৮) এর মরদেহ পাওয়া গেলেও পাঁচ দিনেও সন্ধান মিলেনি সিঙ্গাপুর প্রবাসী মো. আরিফ শেখ ও শান্তা দম্পতির আরেক সন্তান নাভা (৬) এর।
তবে এরই মধ্যে শেষ হয়েছে ৭২ ঘণ্টার উদ্ধার কার্যক্রম। ফলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
তবুও শিশুটিকে ফিরে পাওয়ার অপেক্ষায় বুধবার পঞ্চম দিনের মতো লৌহজংয়ের তালতলা ডহরি খালের তীরে ভিড় করছেন স্বজনরা।
গত সোমবার (৭ আগস্ট) ঘটনাস্থল লৌহজংয়ে রসকাঠি থেকে আড়াই কিলোমিটার ভাটিতে সুবচনী বাজারের কাছ থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ নাভার বড় ভাই তুরানের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে বিকালে আরেক শিশু মারিহ (৭) মরদেহ উদ্ধার হয় ঘটনাস্থলের ২০০ মিটার দূরে। তবে কোনো সন্ধান মিলেনি নিখোঁজ শিশু নাভার।
নাভার খোঁজে আজ বুধবার সকালেও পদ্মার শাখা নদীর আশপাশে ইঞ্জিন চালিত ট্রলারে করে খোঁজাখুঁজি করেছেন স্বজনরা। এ সময় দুর্ঘটনায় বেঁচে ফেরা নিখোঁজ শিশু নাভার মা আর্তনাদ করে বলেন, আমার নাভায় কই হারাইয়া গেল। ওই তোরা আমার নাভারে বুকে আইন্না দে। পাঁচ দিন হইয়া গেল নাভারে এহনো পাইলি না। নাভারে না উদ্ধার কইরা প্রশাসন কেন উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিল। আমার নাভারে এহন কেমনে খুঁইজা পামু। আমি আমার নাভারে চাই।
মর্মান্তিক ও হৃদয়বিদার ট্রলারডুবির এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ পাওয়া গেলেও একমাত্র নাভাই নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত।
ঘটনার দিন গত ৫ আগস্ট সকালে তুরান ও নাভা তার মা শান্ত বেগমের সঙ্গে পদ্মা সেতু দেখার উদ্দেশে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত ট্রলারটিতে করে পিকনিকে যায় মাওয়াতে। ফেরার পথে দুর্ঘটনায় মা শান্ত বেগম বেঁচে গেলেও নিখোঁজ থাকে তুরান ও নাভা। নিখোঁজ নাভা ও নিহত তুরান সিরাজদিখান উপজেলার খিদিরপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী মো. আরিফ হোসেনের দুই সন্তান।
এদিকে হৃদয়বিদারক মর্মান্তিক এমন দুর্ঘটনায় সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের খিদির পাড়া গ্রামজুড়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম, আর নিখোঁজ শিশুর নাভার পরিবারের প্রতিটি সময় কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠের মধ্য দিয়ে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মাহবুবুর রহমান ঢাকা মেইলকে বলেন, এখন একমাত্র শিশু নাভা নিখোঁজ রয়েছে এই দুর্ঘটনায়। পূর্ব ঘোষণা অনুযায়ী চার বাহিনীর যৌথভাবে ৭২ ঘণ্টার উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে আমাদের।
নিখোঁজ নাভার সন্ধানে নতুন করে উদ্ধার অভিযান শুরু করার কোনো নির্দেশনা আসেনি আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে।
তবে লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, যেহেতু পিকনিকের ট্রলার ডুবির এই ঘটনায় এখনও এক শিশু নিখোঁজ রয়েছে, বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে। শোকাহত নিহতদের পরিবারের অনুরোধে, নৌপুলিশের টহল টিমের মাধ্যমে নিখোঁজ শিশুটিকে ঘটনাস্থলের আশপাশে খুঁজে দেখা হবে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা স্থল তালতলা ডহরি খালে প্রোবল স্রোত থাকায় শুরু থেকে কিছুটা ব্যাহত হয়েছে উদ্ধার অভিযান। দুর্ঘটনায় নিহতদের মরদেহ পর্যায়ক্রমে উদ্ধার করা হলেও নিখোঁজ শিশুটিকে এখনও পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য: গত শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী-তালতলা খালে বালুবাহী নৌযান বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকে ট্রলারটি। পরে তিন দিনের উদ্ধার অভিযানে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথম দিন রাতেই ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় ৩৭ জনকে। এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে লৌহজং থানায়, বাল্কহেডের মালিক, সুকানিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে ঘটনার ৫ দিনেও মামলার অভিযুক্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে দুর্ঘটনার দিন বাল্কহেডটি পুলিশ জব্দ করার পরে, ঘটনাস্থল থেকে আটক হয় বাল্কহেড শ্রমিক (বাবুর্চি) মোহাম্মদ সালাম।
প্রতিনিধি/এসএস
Leave a Reply