মুন্সীগঞ্জ শহরের প্রবেশমুখে খানাখন্দে দুর্ভোগ

মুন্সীগঞ্জ পৌরশহরের প্রবেশমুখ মানিকপুরের রাস্তা খানাখন্দে ভরপুর। ফলে যানবাহান ও পৌরবাসীর চলাচলে নানা রকমের অসুবিধা দেখা দিয়েছে। এ সড়ক পথ দিয়ে অন্য উপজেলার সাধারণ মানুষের চলাচলে অনুরূপ অসুবিধা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পৌরশহরের রাস্তা সংস্কার না করায় পৌরবাসী বিরক্তি প্রকাশ করছেন।

মুন্সীগঞ্জ পৌরসভার সীমানায় প্রবেশের মানিকপুর দশতলা ভবনের অংশের রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে। রাস্তাটির পিচের ঢালাই উঠে গেছে। রাস্তার বিভিন্ন অংশে ছোট্ট ছোট্ট গর্তের সৃষ্টি হয়েছে। অনেক গর্ত থেকে গ্যাস বের হচ্ছে। তাতে বৃষ্টির পানির জমাট বাঁধলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে। এখানে রাস্তার বৃষ্টির পানিতে এ পথে চলাচলকারীরাও পড়ে নানা রকমের বিড়ম্বনায়।

এ সড়ক পথটি সবার কাছে নানাভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে- এ সড়ক পথটি হচ্ছে জেলা শহরে প্রবেশ পথ। জেলার একাধিক উপজেলার লোকজন এ পথ ধরেই জেলা শহরে আসা-যাওয়া করে থাকে। তা ছাড়া এ সড়ক পথের পাশেই রয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। মুন্সীগঞ্জ পৌরসভার নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে, চাকার বাড়িতে পিচ উঠে গেছে। এখানে পিচ ঢালাই দিয়ে সুফল পাওয়া যাবে না। তাই আরসিসি পাকা সড়কের প্রকল্পে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রকৌশল শাখার পরামর্শক্রমে এবং পৌর মেয়রের সঙ্গে আলোচনা করে আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।

জনকন্ঠ

Leave a Reply