মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দিতে লৌহজং উপজেলার রশকাঠিতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় সিরাজদিখান লতব্দী ইউনিয়নের সাত শিশুসহ ১০জনের মৃত্যুর ঘটনায় জড়িত এজাহারভূক্ত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার বেলা ১১টার উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ সড়কে মানববন্ধনে অংশ নেয় ভোক্তভুগি পরিবার ও স্থানীয় এলাকার তিন শতাধিক মানুষ ।

এ সময় সিরাজদিখান উপজেরার অবৈধ বাল্কহেডের বালু ব্যবসায়ে জড়িত মামলার এজাহারভূক্ত আসামী জাহিদ শিকদার ও পাপ্পু চোকদাসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত স্বজনহারা ভুক্তভোগীরা বলেন, মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরমান হোসেন, নিহত পরিবারের সজন শাহাদাত হোসেন সৈকত, মোন জাহাঙ্গীর আলম, মোন রুবেল, আলো বেগমসহ বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক নারী-পুরুষ ও ট্রলারে ডুবিতে নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য গত ৫ আগষ্ট রাত ৮টার দিকে লৌহজং থানাধীন ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় বালু বাহী বাল্কহেড ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলার ডুরে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের নারী-শিশু সহ নয়জন প্রাণ হারায় ও এক শিশু নিখোঁজের ঘটনা ঘটে। এবিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়।

অবজারভার

Leave a Reply