রাজধানীর অদূরে কেরানীগঞ্জে রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার পর আবার আলোচনায় উঠে এসেছে কেমিক্যালপল্লি নির্মাণের বিষয়টি। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখানে এটি নির্মাণ করছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনও মাটি ভরাটের কাজই শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ে কেমিক্যালপল্লি স্থাপনের কাজ সম্পন্ন হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেমিক্যাল ব্যবসায়ীরা।
তারা বলছেন, সরকারি প্রকল্পে কাজ হয় আস্তে-ধীরে। কিন্তু আগুনের ঘটনা ঘটলে তাদের শঙ্কা বাড়ে। চাপও আসে তাদের ঘাড়ে। তাই যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করতে হবে। তবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিসিকের দাবি, কাজের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে। আগামী বছরের জুনেই সেখানে প্লট পাবেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে রাজধানীর পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা থেকে কেমিক্যাল কারখানা ও গোডাউনগুলো স্থানান্তরে সরকার সিরাজদীখানে কেমিক্যালপল্লি নির্মাণ করছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
পুরান ঢাকার নিমতলীতে ২০১০ সালের জুনে রাসায়নিক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১২৪ জনের মৃত্যু হয়। রাসায়নিক দ্রব্যের কারণে সেখানে সাধারণ অগ্নিকাণ্ড রূপ নেয় বিস্ফোরণে। এর পরই ঘন বসতিপূর্ণ পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ ও দাহ্য রাসায়নিকের দোকান, কারখানা ও গুদাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে সিরাজদীখানে কেমিক্যালপল্লি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। তবে নানা জটিলতায় কাজ তেমন এগোয়নি। এরই মধ্যে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুরান ঢাকার চুড়িহাট্টায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৭১ জনের। এবারও রাজধানীর ঘিঞ্জি এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে নিতে তোড়জোড় শুরু হয়। এরপর উদ্যোগ নেওয়া হয় স্থায়ী কেমিক্যালপল্লি স্থাপনের।
জানা গেছে, প্রকল্প এলাকায় এখনও মাটি ভরাটের কাজ শেষ হয়নি। ভূমি উন্নয়নের প্রায় ৭২ শতাংশ শেষ হওয়ার পর তা আপাতত বন্ধ। সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে মাত্র ১২ শতাংশ। বিদ্যুৎ, গ্যাস সংযোগ এবং অগ্নি নিরাপত্তা সরঞ্জামের যাবতীয় কাজ চলমান। তবে এসব কাজের অর্থ পরিশোধ করা হয়েছে। সার্বিকভাবে ভৌত অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। তবে এখনও রাস্তা, নদীর পাড় রক্ষা, সিইটিপি, ড্রেন, ব্রিজ, জেটি, নলকূপ স্থাপন, পানি সরবরাহ লাইন, ডাম্পিং ইয়ার্ড ও ইনসিনিরেটর নির্মাণের কাজ শুরুই হয়নি। অফিসের প্রয়োজনীয় কোনো সরঞ্জামও কেনা হয়নি। পাওয়া যায়নি পরিবেশ ছাড়পত্র। তাই প্রকল্পের কাজ আগামী বছরের জুনে শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে।
ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা বলছেন, বেশির ভাগ আগুনের ঘটনা ঘটে সিলিন্ডার বিস্ফোরণের কারণে। তবে যেভাবেই অগ্নিকাণ্ড ঘটুক না কেন, ঘুরেফিরে কেমিক্যাল ব্যবসায়ীদের ওপর একটা চাপ আসে। তাই তারা দ্রুত কারখানা সরাতে আগ্রহী।
বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সমকালকে বলেন, সরকারি প্রকল্পে কাজ ধীরগতিতে চলে। ব্যবসায়ীরা প্রতি মাসেই ওই পল্লির কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার অনুরোধ করেছি চেয়ারম্যানকে।
তিনি বলেন, যে কোনো ধরনের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাদের ওপর চাপ আসে। এ ধরনের কেমিক্যাল ব্যবসা গাজীপুর, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে আছে। সবাই ওই পল্লিতে যেতে চান। সেজন্য সরকারের কাছে অনুরোধ, আগামী জুনেই কেমিক্যালপল্লিতে কারখানা ও গোডাউনগুলো স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হোক।
প্রকল্পটির পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান সমকালকে বলেন, জমি বরাদ্দ পাওয়ার পর বিসিক দ্রুতই কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। ইতোমধ্যে জমি ভরাটের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে পুরোপুরি কাজ সমাপ্ত হবে। এরপর থেকেই আগ্রহী ব্যবসায়ীদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া শুরু হবে।
বেড়েছে ব্যয় ও সময়
প্রায় ২০২ কোটি টাকা ব্যয়ে ‘কেমিক্যালপল্লি ঢাকা’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে একনেকে অনুমোদিত হয়। মোট ৫০ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। ২০২২ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় তখন জমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। এত কম জায়গায় কেমিক্যালের সব গোডাউন ও কারখানা স্থানান্তর সম্ভব হবে না বলে সরকার নতুন করে চিন্তাভাবনা করতে থাকে।
এরপর সিরাজদীখানের তুলসীখালি ব্রিজ-সংলগ্ন গোয়ালখালি, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ৩১০ একর জমিতে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের সিদ্ধান্ত হয়। সংশোধিত প্রকল্পটি ২০১৯ সালের এপ্রিলে একনেকে অনুমোদিত হয়। এতে ব্যয় বাড়িয়ে ধরা হয় ১ হাজার ৬১৬ কোটি টাকা। কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেওয়া হয় ২০২২ সালের জুন পর্যন্ত।
গত ফেব্রুয়ারিতে প্রকল্প মূল্যায়ন কমিটিতে (পিইসি) ১ হাজার ৪৫৫ কোটি টাকা অনুমোদিত হয়। আগামী বছরের জুনের মধ্যে আটটি ধাপে প্রকল্পের পূর্ত কাজ শেষ করতে হবে। সীমানাপ্রাচীর নির্মাণকাজের জন্য ১ হাজার ৯১টি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য কাজ চলছে।
আবাসিক এলাকায় শত শত অবৈধ গোডাউন
বর্তমানে কেরানীগঞ্জের আবাসিক এলাকায় গড়ে উঠেছে কয়েকশ অবৈধ রাসায়নিক গোডাউন। কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নেই রাসায়নিক গোডাউন রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
গদারবাগ এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আতাশুর, কালিন্দী, বাস্তা, গদারবাগ, আব্দুল্লাহপুর-মাওয়া সড়কের পাশে কয়েকশ রাসায়নিক গোডাউন রয়েছে। ফলে ঝুঁকি নিয়ে বসবাস করছেন স্থানীয়রা।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম বলেন, রাজধানী থেকে রাসায়নিক কারখানা সরিয়ে দেওয়ার পর থেকেই কেরানীগঞ্জে যত্রতত্র রাসায়নিক কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার নেই কোনো বৈধ লাইসেন্স। আমরা এসব কারখানার তালিকা তৈরি করছি।
সমকাল
Leave a Reply