শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর মহড়া চলছিল। সে সময় শিল্পকলা একাডেমি চত্বরে সাত থেকে আট বছরের একটি শিশুকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে শিশুটিকে কাছে ডাকেন নাটকটির নির্দেশক শিশির রহমান। তিনি ডেকে নিয়ে জানতে চান, সে কী কারণে সেখানে একা একা ঘোরাঘুরি করছে।
শিশুটি শিশিরকে জানায় তার কষ্টের কথা। জানায়, পারিবারিক অভাব-অনটন, অত্যাচার-নির্যাতনের কথা। সে বলে, পরিবারের লোকজন তাকে এখানে ফেলে রেখে চলে গেছে। পরে শিশির ও তার স্ত্রী জিনাত মুন্সীগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করে শুক্রবার রাতে পরম মমতায় নিজ বাসায় আশ্রয় দেন শিশু মরিয়মকে।
এদিকে, এই বিষয়ে শিশির রহমান ওই রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির ছবিসহ ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করেন। এরপরেই বেরিয়ে আসে তার আসল পরিচয়। জানা যায়, মরিয়ম মুন্সীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের রনছ-রুহিতপুর এলাকার বাসিন্দা। পরে তার মা শিশিরের সঙ্গে যোগাযোগ করে মেয়েকে নিতে আসেন শনিবার সন্ধ্যায়।
এ সময় মুন্সীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাত্তার মুন্সিকে খবর দেওয়া হয়। তিনি এসে জিম্মাদার হয়ে মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি ও সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকিরের কাছ থেকে মরিয়মকে গ্রহণ করে মায়ের কাছে বুঝিয়ে দেন। এ সময় মুন্সীগঞ্জের অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। শিশির ও জিনাত দম্পতি অশ্রুসিক্ত চোখে তাদের এক রাতের অতিথি মরিয়মকে বিদায় দেন।
এ বিষয়ে শিশির রহমান বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে শিশুটিকে আমরা নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমরা সব সময় তার খোঁজ খবর রাখবো। মেয়েটির পাশে থাকবো।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, ‘মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশির রহমান ও জিনাত দম্পতি।’
বাংলা ট্রিবিউন
Leave a Reply