টঙ্গীবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোকনুজ্জামান রিগ্যান সিকদারের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় চাঁদা দাবির অভিযোগ হয়েছে। রিগ্যান বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের ইউসুফ শিকদারের ছেলে।

শনিবার (১৯ আগস্ট) রাতে দক্ষিণ বেতকা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আশরাফ হোসেন বাদল এই অভিযোগ করেন।ি

আশরাফ হোসেন বাদলের মার্কেটে চেয়ারম্যান মো: রোকনুজ্জামান রিগ্যান সিকদার। – ছবি : সংগৃহীত

তিনি জানান, চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান সিকদার দেড় বছর যাবৎ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টার দিকে চেয়ারম্যান রিগ্যান, রাজিব সিকদার, সাব্বির হোসেন, রাহাত, রোমেল, সালাম সিকদার, সাঈদ ঢালী ও মিনহাল হাওলাদারসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ নিয়ে বেতকা চৌরাস্তায় তার মার্কেটের ভেতরে বেআইনিভাবে প্রবেশ করে আমার অফিসে ভাংচুর করেন, আমার কর্মচারিদের মারধর করে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোকনুজ্জামান রিগ্যান সিকদার জানান, চাঁদা দাবির অভিযোগটি মিথ্যা। আশরাফ হোসেন বাদল বিভিন্ন অনিয়নের সাথে জরিত। তিনি সরকারি লিজ সম্পতিতে দোতালা বিল্ডিং করেছেন। তার নামে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। তার অন্যের জমি দখলে নেয়ার চক্র রয়েছে। আমি এ ধরনের কাজে বাধা দেয়ায় তিনি আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, অভিযোগ পয়েছি। তদন্ত চলছে।

নয়া দিগন্ত

Leave a Reply