মুন্সীগঞ্জে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির চার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে রফিকউল্লাহ সেলিম ও এএফএম আরিফুজ্জামান দিদারের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, শ্রম কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম, লিয়াকত হোসেন খান ও এএফএম আরিফুজ্জামান দিদার। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির স্থানীয় নেতারা জানান, গত ১৮ জুন জেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন হয়। ২ মাস পর গত ১৭ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সই করা এক বিজ্ঞপ্তিতে জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিকউল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। আজ দুপুরে সদ্য ঘোষিত ওই কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয় শহরের মাঠপাড়া এলাকার জেলা জাপার নতুন কার্যালয়ে। সভায় রফিকউল্লাহ সেলিম ছাড়াও শহর জাপার সভাপতি ও জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক এএফএম আরিফুজ্জামান দিদার উপস্থিত ছিলেন। পদ বঞ্চিত হয়েও দিদার ও তার সমর্থিত নেতাকর্মীরা পরিচিতি সভায় গেলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিমের সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
পদ বঞ্চিত এএফএম আরিফুজ্জামান দিদার বলেন, আমি ছাড়াও জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম ও শ্রম কল্যাণ সম্পাদক জহিরুল ইসলামসহ অংসখ্য নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা নতুন ঘোষিত কমিটি মানি না। পরিচিতি সভায় আমরা তারই প্রতিবাদ করেছি। এক পর্যায়ে হাতাহাতি হয়েছে।
তিনি আরও বলেন, আমি সব সময়ই ত্যাগী নেতাকর্মীদের পক্ষে। কাজেই বর্তমান কমিটি বাতিল করা হোক।
নবগঠিত জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম সাংবাদিকদের বলেন, আমরা জেলা জাতীয় পার্টির কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা করছিলাম। হঠাৎ করেই পদ বঞ্চিত আরিফুজ্জামান দিদার ও তার লোকজন সেখানে হামলা চালায়। এ সময় কার্যালয় ভাঙচুর করেন তারা।
জাতীয় পার্টির দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জাতীয় পার্টির কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাইজিংবিডি
Leave a Reply