বর্ষা মৌসুমে এই সাপ নদী পথে ভেসে আসতে পারে, বলেন বন কর্মকর্তা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে মেরেছে জনতা।
রোববার রাতে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের মান্দ্রা এলাকার মো. হারিজ সরদারের বাড়ির পাশের রাস্তায় সাপটিকে দেখতে পায় লোকজন। পরে সেটিকে পিটিয়ে মারেন তারা।
হারিজ সরদার বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম এটি সাধারণ সাপ। পরে জানতে পারি, এটি বিষাক্ত রাসেলস ভাইপার। পৃথিবীতে বিষধর সাপের মধ্যে এটি একটি। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
শ্রীনগর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. সেলিম হোসেন খান বলেন, “এটি রাসেলস ভাইপার। সাপটি রাজশাহী অঞ্চলে বেশি রয়েছে। বর্ষা মৌসুমে এই সাপ নদী পথে ভেসে আসতে পারে।
তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
বিডিনিউজ
Leave a Reply