মুক্তারপুর-রিকাবীবাজার সড়ক
কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধের ওপর নির্মিত মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের প্রায় ৩০০ মিটার ধসে পড়েছে পাশের ধলেশ্বরীতে। ওই সড়কটির নির্মাণ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২৫ জুন। দুই মাস পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র অর্ধেক। ধসে পড়ায় ওই সড়ক দিয়ে চলাচলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন। তারা ঠিকাদারের অবহেলাকে দায়ী করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধের ওপর মুক্তারপুর-রিকাবীবাজার ১৩০০ মিটার সড়ক নির্মাণের জন্য ৩ কোটি ১৮ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল। ২০২২ সালের ৯ জানুয়ারি এর জন্য কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদার মেসার্স আবিদ মনসুরকে। তাদের হয়ে কাজটি করছেন ঢাকার সহ-ঠিকাদার (সাব-কন্ট্রাক্টর) মো. ফিরোজ আলম। কার্যাদেশ অনুযায়ী, ৭০০ মিটার আরসিসি ঢালাই, ৬০০ মিটার পিচ ঢালাই, নিরাপত্তা দেয়াল (গাইড ওয়াল) ও ব্লক স্থাপনের কথা। ২০২৩ সালের ২৫ জুন কাজটি শেষ হওয়ার কথা ছিল। তবে সরেজমিন মাত্র অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার চিত্র দেখা গেছে। এ জন্য সময় বাড়ানোর আবেদন করেছেন ঠিকাদার।
সড়কটির মাঝামাঝি অবস্থান মুক্তারপুর সেতুর। সেখান থেকে মালিরপাথর পর্যন্ত ৩০০ মিটার সড়কের প্রায় অর্ধেকই ধলেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে মুক্তারপুর সেতুর সামান্য দূরে নদীতীরে বাঁশ পুঁতে রাখা হয়েছে। সড়কটির বাকি অর্ধেক অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। সেখানে ‘বিপজ্জনক সড়ক, যানবাহন চলাচল নিষেধ’ লেখা সাইনবোর্ড স্থাপন করেছে এলজিইডি।
এ সড়কটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ। এখান দিয়ে মুক্তারপুর এলাকার পাঁচটি হিমাগার থেকে আলু, বিনোদপুরের আড়ত থেকে চাল, মিরকাদিম পৌরসভার কাঠপট্টি থেকে কাঠসহ নানা পণ্য নিয়ে যায় ট্রাক। সড়কটির বর্তমান অবস্থায় সেখান দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে পণ্য পরিবহন ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
ওই বাঁধটি দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল বলে জানান মুক্তারপুরের বাসিন্দা মো. লিটন। তাঁর ভাষ্য, নতুন করে কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী।
এ বিষয়ে সহ-ঠিকাদার ফিরোজ আলম দাবি করেন, সড়কের কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই পানি বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। কয়েক মাসের মধ্যে সড়কটির কাজ শতভাগ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোনায়েম সরকার ওই সড়কের ক্ষতির জন্য ঠিকাদারের অবহেলাকে দায়ী করেন। এ জন্য ভর্তুকি দেওয়ার জন্য ঠিকাদারকে জানিয়েছেন।
সমকাল
Leave a Reply