মুন্সীগঞ্জে জিও ব্যাগের নামে পদ্মায় চলছে অবৈধ ড্রেজিং

সাকিব আহম্মেদ: মুন্সীগঞ্জে বালুভর্তি জিও ব্যাগ ফেলার নামে পদ্মায় চলছে অবৈধ ড্রেজিং, ভাঙ্গন আতঙ্কে দিঘীরপাড় বাজারসহ শত শত ব্যবসা প্রতিষ্ঠান। পদ্মা নদীতে প্রকাশ্যে এমন ড্রেজিং চললেও একপ্রকার নিশ্চুপ রয়েছে প্রশাসন।

অভিযোগ রয়েছে ভাঙ্গন রোধে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের নাম করে দীর্ঘদিন ধরে ডাম্পিংয়ের একশ গজের মধ্যেই চলছে অবৈধ ড্রেজিং। প্রকাশ্যে এমন ঘটনা চলছে মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলার সীমানা সংলগ্ন টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পদ্মা নদীর সরিষাবন এলাকায়। শরীয়তপুর ও মুন্সীগঞ্জ সীমানা এলাকায় এমন ড্রেজিং কার্যক্রম চললেও ব্যবস্থা নিচ্ছে না দুই জেলার প্রশাসনিক কর্মকর্তারা।

অভিযোগ রয়েছে অবৈধ ড্রেজিং এর সাথে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় প্রশাসনকে কোন প্রকার পাত্তা না দিয়েই চালানো হচ্ছে ড্রেজিং, প্রতিদিন শতাধিক বাল্কহেড লোডিং করে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল ।

সরেজমিন দেখা গেছে, শাহপরান ড্রেজিং প্রকল্প নামের একটা লোডিং ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে ড্রেজিং করে একের পর এক বাল্কহেড ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং স্থান সহ বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায়। এছাড়াও জিও ব্যাগ ডাম্পিং এর ১ শ গজের মধ্যেই অবৈধ এমন ড্রেজিং এর ফলে ভাঙ্গন দেখা দিয়েছে ঐতিহ্যবাহী দিঘিরপার বাজারসহ পদ্মার চরের কৃষি জমি ও গ্রামে গ্রামে। এতে করে আতঙ্কে রয়েছে আশপাশের শত শত বসত বাড়ি ও কৃষি জমি সহ দিঘীরপাড় বাজারের শত শত ব্যবসায়ীরা।

জানা গেছে, পদ্মার ভাঙ্গন রোদে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগের ভিতরে যে বালু দেয়া হচ্ছে এসব বালু দিয়ে ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। কারণ জিও ব্যাগে মোটা বালু দেয়ার কথা থাকলেও অবৈধভাবে ড্রেজিং করে পদ্মা নদীর চিকন বালি যা পাউডার বালু নামে পরিচিত তা দিয়ে চলছে জিও ব্যাগ ভর্তি করে ভাঙ্গন রোধে ডাম্পিং কাজ। কোনরকম মৌখিক অনুমোদন নিয়েই চলছে এমন অবৈধ ড্রেজিং।

স্থানীয়রা জানান, জিও ব্যাগ ভর্তি বালুর নাম করে অবৈধভাবে কোনরূপ অনুমোদন ছাড়াই ড্রেজিং চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এছাড়াও ড্রেজিংয়ে জড়িত ড্রেজারটিরও নেই অনুমোদন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। ফলে তাদের ইচ্ছা মতো লোডিং ড্রেজার দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ঘন মিটার বালু উত্তোলন করে নিচ্ছে চক্রটি। এতে করে পদ্মার তীরবর্তি এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজার ও পদ্মার চরের শত শত একর কৃষি জমি ও বসত বাড়ি। অনতিবিলম্বে এই অবৈধ ড্রেজিং বন্ধ না করতে পারলে জিও ব্যাগ ফেলে কোন কাজেই আসবে না বরং এই বর্ষায় ভাঙ্গনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ড্রেজার সুখানী মহসিন জানান, টোকেন হাতে পাওয়ার পর থেকে প্রতিদিন ১৯/২০ টি বাল্কহেড লোড দিতে পারেন তারা। এর মধ্যে কতটা জিও ব্যাগের আর কতটা বাহিরে যায় সেটি তার জানা নেই। আমরা প্রতিটি বাল্কহেডের আলাদা আলাদা টোকেন অনুযায়ী লোড দিয়ে থাকি।

জিও ব্যাগ ডাম্পিং ঠিকাদার প্রতিষ্ঠান নবারুণ ট্রেডাসের সাইড অফিসার মোহাম্মদ রুবেল হোসেন জানান, আমরা শুধু জিও ব্যাগে বালুভর্তি করে ভাঙ্গন কবলিত এলাকার ডাম্পিং করে যাচ্ছি। তবে বালু কোথা থেকে আসলো সেটা আমাদের দেখার বিষয় না। এটি পানি উন্নয়ন বোর্ডের কাজ, তারাই জানে ড্রেজিং এর বিষয়টি অনুমোদন আছে কিনা।

তবে অবৈধভাবে ড্রেজিং এর সাথে জড়িত অভিযুক্ত ড্রেজার মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান ও টঙ্গীবাড়ি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, ড্রেজিং এর বিষয়টি দুই জেলার মধ্যখানে হওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা যখনই অভিযানে যাই তখন ড্রেজিংকারীরা শরীয়তপুরের নড়িয়া অংশে চলে যায়। ফলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে খুব দ্রুতই অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

বালু কিনে জিও ব্যাগ ভরে ভাঙ্গন রোধে নদীতে ফেলা হচ্ছে দাবি করে মুন্সীগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, আমাদের বালি কিনে এনে জিও ব্যাগে ভরে ভাঙ্গন এলাকায় ফেলা হচ্ছে। তবে কারা ড্রেজিং করছে বা এর সাথে জড়িত তা আমাদের জানা নেই। যদি কেউ ড্রেজিং করে থাকে সেটি সেই জানে কিভাবে সে পারমিশন পেল। তবে তিনি ড্রেজিং এর বিষয়টি খতিয়ে দেখার কথা জানান ।

আজকের দর্পন

Leave a Reply