আড়িয়াল বিলে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে অবৈধ ড্রেজিং বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় আড়িয়াল বিলে ওই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আড়িয়াল বিলে অবৈধ ড্রেজিংয়ের দায়ে ৫ টি মামলায় ৫ ড্রেজার মালিককে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। এবং এ সময় ৭টি ড্রেজারের মেশিন বিনষ্ট করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। তিনি জানান, আড়িয়াল বিলে অবৈধ ড্রেজিং ও মাটি ক্রয়-বিক্রয় বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজিং করার সময় ৫ টি ড্রেজারের মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭ টি ড্রেজারের মেশিন বিনষ্ট করা হয়েছে।

যাযাদি

Leave a Reply