বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান সিকদারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন বাদল।

বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা চৌরাস্তার মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পূর্ব শক্রতার জের ধরে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সিকদার গত ১৮ আগস্ট তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফ হোসেন বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা হলেও পুলিশ তাকে এখনো গ্রেফতার করেননি। আমরা দ্রুত ওই সন্ত্রাসী যুবদল নেতার গ্রেফতার দাবি করছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শওকত আলী খান মুক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক কে এম আসাদ্দুজ্জামান ইদ্রিস, বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো: এজাজউল্লাহ দুলাল, বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন শেখ, মো: কামাল মোল্লা, মো: সেলিম বেপারি, মো: শাহ পরান খান, মো: মানিক খান, ও সুরাইয়া বেগম প্রমুখ।

নয়া দিগন্ত

Leave a Reply