নিয়ন মতিয়ুল: চাঁদের বুকে একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নাম ‘বোস ক্রাটার’। যে ‘বোস’ হলেন মুন্সীগঞ্জের (বিক্রমপুর) ছেলে সায়েন্স ফিকশনের জনক জগদীশ চন্দ্র বসু (জে সি বোস-১৮৫৮-১৯৩৭)। বিশ্ববিজ্ঞানসহ উপমহাদেশে বিজ্ঞানের নবজাগরণে বিশেষ অবদান রাখায় তাঁকে স্মরণ করেই এই নামকরণ। পদ্মাপাড়ের এই বিজ্ঞানীর মূল্যায়নে মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, ‘জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত।’
মহারহস্যময় মহাবিশ্বের বিবর্তনের সহজ ব্যাখ্যা দিতে পারে ‘সাহা আয়োনাইজেশন ইকুয়েশন’। দিতে পারে কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রের তাপমাত্রা-গঠন সম্পর্কে রাশি রাশি তথ্য। আর এই সাহা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামের মুদি দোকানির ছেলে মেঘনাদ সাহা (১৮৯৩-১৯৫৬)। যিনি জ্যোতিঃপদার্থবিজ্ঞানের জনক।
তখনকার ‘সায়েন্স অ্যান্ড কালচার’ পত্রিকায় ‘আওয়ার ন্যাশনাল ক্রাইসিস’ শিরোনামে মেঘনাদ সাহা লিখেছিলেন, ‘সত্যিকারের স্বাধীনতা পেতে হলে, অশিক্ষা থেকে মুক্তি পেতে হলে, রোগ-জরা-ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ভেদাভেদ ভুলে যেতে হবে। সবাইকে কর্মযজ্ঞে শামিল করতে হবে। তা না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না’।
ভার্সিটির ক্লাসে পড়াতে গিয়ে ভুল করার মাধ্যমে ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব ত্রুটিমুক্ত করেছিলেন এক শিক্ষক। যাকে বলা হয় বোস-আইনস্টাইন পরিসংখ্যানের জনক। এখানকার এই বোস হলেন বিশ^খ্যাত গাণিতিক পদার্থবিজ্ঞানী সত্যেন বোস (সত্যেন্দ্রনাথ বসু: ১৮৯৪-১৯৭৪)। আর সেই ভার্সিটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। যেখানে চাকরি পেতে বোসের পক্ষে সুপারিশ করেছিলেন স্বয়ং আইনস্টাইন। আর আজ যেখানে বসে ‘জ্ঞানভিত্তিক সমাজ’ গঠনের বদলে মহান সাংবাদিকরা ‘রাজনীতিভিত্তিক সমাজ’ গঠনের পক্ষে অনবরত বাণী প্রচার করেন সেই জাতীয় প্রেস ক্লাবের সাবেক লালভবনে বসেই বিজ্ঞান গবেষণা করতেন সত্যেন বোস।
মনের প্রফুল্লতার জন্য আরেকজন বিজ্ঞানী প্রায়ই ঢাকায় রমনার বিশাল মাঠে গিয়ে সীমাহীন আকাশের দিকে তাকিয়ে থাকতেন। বলতেন, ‘বড় আকাশ না হলে আমার মন ভরে না’। বড় আকাশে মন ভরা এই বিজ্ঞানী হলেন ভারতবর্ষে শিল্পবিপ্লবের জনক খুলনার পাইকগাছার ছেলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় (পিসি রায়: ১৮৬১-১৯৪৪)। ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার বদলে বাঙালি শিক্ষিত যুবকদের দলে দলে ব্রিটিশ অফিসে কেরানিগিরিতে যোগ দেয়া দেখে যিনি চরম বিরক্তবোধ করতেন। স্মৃতিকথায় লিখেছেন, আমাদের দেশের যুবকরা কলেজ হইতে বাহির হইয়াই কোন আরামপ্রদ সরকারি চাকরি, তদভাবে ইউরোপীয় সওদাগরদের আফিসে কেরাণীগিরি খোঁজে। …তারা শেকসপিয়রের বই হইতে মুখস্ত বলিতে পারিত এবং মিল ও স্পেন্সারও খুব দক্ষতার সঙ্গে আওড়াইতে পারিত, কিন্তু জীবনযুদ্ধে তাহারা পরাস্ত হইত।…
আধুনিক বিস্ময়কর বিজ্ঞানের ভিত তৈরিতে অসামান্য অবদান রাখা এদেশেরই পলিমাটিতে বেড়ে ওঠা সন্তানদের নিয়ে গোটা বিশ^ যখন গর্বিত, তখন আমাদের ছেলেমেয়েরা তাদের নামই জানে না। পাঠ্যপুস্তকের কোনো অধ্যায়েই নেই তারা। বিজ্ঞানের নবজাগরণের এসব অগ্রনায়কের কৃতিত্ব আর স্মৃতির ধারক-বাহক এখন প্রতিবেশী ভারত। আমাদের মেধাবীদের অবদানে ভারত আজ চন্দ্রবিজয়ী। অথচ আমাদের ঘরে ঘরে এখন খালি সভাপতি আর সেক্রেটারি। গণমাধ্যমের সব পাতায় খালি রাজনীতি আর নেতাদের বন্দনাগীতি। সাংবাদিকদের সংগঠনগুলোতে বিজ্ঞান বাদে সবই আছে।
লেখক: সাংবাদিক
ছবি: বিশ্ববিজ্ঞানে জে সি বোসের স্মৃতি স্মরণ করিয়ে দেয়া চাঁদের সেই ‘বোস ক্রাটার’।
আমাদের সময়
Leave a Reply