মিরকাদিম হতে দেড় মাস ধরে নিখোঁজ জুবায়ের

মিরকাদিম হতে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি জুবায়ের নামে এক যুবকের। সে পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর এলাকার মামুন মিয়ার ছেলে। গত ১০ জুলাই বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছে না।

তার মা সাজেদা বেগম জানান, জুবায়ের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, কতাবার্তা স্পষ্ট, পড়নে নীল কালারের ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট ছিল। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় গত ৫ আগস্ট তিনি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজের দেড় মাসেও সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পেছে দিনমজুর পরিবারটি। তার সন্ধান পেলে মুন্সিগঞ্জ সদর থানা অথবা মিরকাদিম পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রহিম বাদশার ঠিকানায় পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, তার খোঁজ পেতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

নিউজজি

Leave a Reply