মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-মামুন মোল্লা (৩০) টঙ্গিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে।
টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, ২০১৪ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আল মামুন মোল্লা দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিল। তাকে অভিযান চালিয়ে উপজেলার কুন্ডেরবাজার এলাকা থেকে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে দুইজন কারাগার থেকে জামিনে মুক্ত রয়েছেন।একজন জেলহাজতে আর আল মামুন মোল্লাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। আরেক সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
দৈনিক বাংলা
Leave a Reply