আদনান সাদ: মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ-সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের মোট ১২ টি পদের ১০ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে ১৮ টি ভোট পেয়ে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম, তার প্রতিদ্বন্দ্বি মো: গোলাম মোস্তফা ১৫ টি ভোট পান।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৮ টি ভোট পেয়ে নির্বাচিত হন আবু সাঈদ দেওয়ান সৌরভ তার প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান রলিন ১৫ টি ভোট পান।
বেলা আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা কে এম সাইফুল্লাহ মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব প্রাঙ্গনে এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক রায়হান সর্দার, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালমান হাসান, সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক রুপা হোসাইন, সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ ও কোষাধক্ষ্য মোঃ ফয়সাল।
ফলাফল ঘোষণার পরে বিজয়ী নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পরে নব-নির্বাচিত বিজয়ী কার্যকরী কমিটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সোহান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply