মুন্সিগঞ্জে নারীর গলা কেটে হত্যায় সোহেল (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আর মরদেহ গুম করায় আসামিকে আরও সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ওই আদালতে বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরপাতা গ্রামের মৃত আয়াতুল্লাহর ছেলে। নিহত পলি আক্তার রিতা বাগেরহাটের মোড়লগঞ্জ থানার উত্তর সুতালড়ি গ্রামের মৃত শাহজাহান হাওলাদার মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, পলি বিয়ের আগে এলোমেলো চলাফেরা করতেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে আপত্তিজনক কথা বলতেন। ২০১৮ সালের ১৫ মার্চ তিনি ঢাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। স্বজনদের খোঁজাখুঁজির এক পর্যায়ে সাত দিন পর ২২মার্চ পলির স্বামী মহিম হোসেন জাহিদ লোকমুখে জানতে পারেন মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামে খালে কচুরিপানার ভেতর থেকে তার স্ত্রীর বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। খবর পেয়ে পলির বিচ্ছিন্ন মাথার ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনার নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করলে পুলিশ সোহেল নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, নির্মমভাবে পলিকে হত্যা করে লাশ বিচ্ছিন্ন ভাবে গুম করার চেষ্টা করেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে আসামি সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি রিতা আক্তার ওরফে ববিতাকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশ মতে সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম
Leave a Reply