মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিনব্যাপী সিরাজদিখান উপজেলার শেখরনগরে দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু এই কমিটি দুইটি ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধাকে সভাপতি ও সদস্য সচিব হাফিজুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
একই সময় সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মো. আব্দুল্লাহকে সভাপতি ও সদস্য সচিব এম হায়দার আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান খান, যুগ্ম আহ্বায়ক ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আজগর মল্লিক রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন দোলন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস মনির, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকউল্লাহ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল প্রমুখ।
শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহর বাড়িতে এই দুইটি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে সিরাজদিখান ও পরে শ্রীনগর উপজেলা বিএনপির এই সম্মেলন একইমঞ্চে অনুষ্ঠিত হয়।
অবজারভার
Leave a Reply