কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পানিতে ডুবে আলিফ শেখ (৪) নামে এক শিশু মারা গেছে। রোববার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামে দুর্ঘটনার শিকার হয় সে। আলিফ ওই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, আলিফের মা দুপুর একটার দিকে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাইরে খেলছিল শিশুটি। খানিক পর তাকে কোথাও দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পুকুরে আলিফকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টিকে মর্মান্তিক উল্লেখ করে ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন, এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যু পরিবারের সদস্যদের অজান্তেই পানিতে পড়ে হয়েছে। যে কারণে তাদের কারও অভিযোগ নেই।

সমকাল

Leave a Reply