হঠাৎ গুলি, তাকিয়ে দেখি মেয়ের শরীর রক্তে ভেজা

সাত মাসের শিশুকন্যা তাবাসসুম বিন নুরকে নিয়ে মা জোনিকা বেগম গিয়েছিলেন মুন্সিগঞ্জ সদরের একটি বিপণিবিতানে। কেনাকাটা শেষ করে বাসায় ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠেন তাঁরা। তখন বুধবার সন্ধ্যা সোয়া ছয়টা। অটোরিকশাটি বাজারের সোলারচর পৌঁছালে হঠাৎ গুলির শব্দ। ছোটাছুটি করছেন মানুষ। মেয়ের দিকে তাকিয়ে দেখেন রক্তে পুরো শরীর ভিজে গেছে তাবাসসুমের। শরীরে বেশ কটি গুলির দাগ।

মেয়ের রক্তে ভেজা শরীরটি বুকে আগলে ধরে মা ছোটেন হাসপাতালের দিকে। রাস্তা যেন শেষ হচ্ছিল না। অনেক কষ্টে মেয়েকে নিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পৌঁছালেন মা জোনিকা। চিকিৎসকেরা জানালেন, তাঁর শিশুর চিকিৎসার ব্যবস্থা নেই ওই হাসপাতালে। চিকিৎসকদের মুখে না শব্দ শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দেরি না করে অটোরিকশা ভাড়া করে ছোটেন ঢাকার পথে। গুলিবিদ্ধ মেয়েকে নিয়ে প্রায় তিন ঘণ্টার যুদ্ধ শেষে বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পৌঁছালেন জোনিকা।

ঢামেকে ক্যাজুয়ালটির ২০৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসা চলছে শিশু তাবাসসুমের। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়েকে কোলে নিয়ে রোমহর্ষ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন মা জোনিকা।

জোনিকা বেগম প্রথম আলোকে বলেন, ‘গুলি লাগার পর থেকে ঢাকায় আনা পর্যন্ত তিন ঘণ্টা টানা চিৎকার করে কান্না করেছে। তীব্র ব্যথায় মেয়েটি আমার শুধু ছটফট করছিল।’ তিনি বলেন, ‘গুলিতে আমার মেয়ের শরীরের ১১ স্থানে ক্ষত হয়েছে। হাতসহ বিভিন্ন অংশ ফুলে গেছে। চিকিৎসকেরা যখন যা বলছেন, তা–ই করছি। কিন্তু আমার মায়ের শরীর থেকে গুলি বের করা যাচ্ছে না।’

জোনিকা বলেন, ‘ভাতিজা জুয়েল ব্যাপারীর বিয়ের বাজার করতে এসে দুই পক্ষের গুলির মধ্যে পড়ে যাই আমরা। যখন গুলাগুলি হচ্ছিল, তখন মেয়ে জুয়েলের কোলে ছিল। এতে দুজনই গুলিবিদ্ধ হয়।’

পারিবারিক সূত্র জানায়, তাবাসসুমের বাবার নাম বাবুল ব্যাপারী। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের স্যানিটারি ব্যবসায়ী। দুই ভাই এক বোনের মধ্যে তাবাসসুম ছোট।

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় প্রতিপক্ষের তিনজনসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হন। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জয় মস্তান, তাবাসসুম ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আহত তিনজনের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। শিশু তাবাসসুম ও জয় মস্তান চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আলী হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে স্থানীয় চরডুমুরিয়া বাজার থেকে আলী হোসেন পক্ষের জয় মস্তান, জহিরুল ও জুয়েল সোলারচর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। সোলারচর গ্রামে পৌঁছানোর পর সেখানে আগে থেকে ওত পেতে থাকা সুরুজ মিয়ার পক্ষের আহাদুল, মনাসহ তিন-চারজনের একটি দল ওই তিনজনকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় জয় ও জহিরুল পালানোর চেষ্টা করলে আহাদুল, মনারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জয় মস্তান, জহিরুল, জুয়েল ও পথচারী সালাউদ্দিন ও সাত মাস বয়সী শিশু তাবাসসুম।

চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের দুই জায়গায় গুলির স্প্লিন্টার রয়েছে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ঢামেকের চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না। শিশুটিকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ঢাকা মেডিকেল প্রতিনিধি)

প্রথম আলো

Leave a Reply