দু’পক্ষের পাল্টাপাল্টি মামলায় আসামি ৫৫ জন, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের আধারায় সংঘর্ষ
মুন্সীগঞ্জ সদরের আধারায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৫৫ জনকে।

শনিবার পর্যন্ত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিন দিনেও সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বুধবার রাতে চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে তিন পথচারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। এর বাদী আওয়ামী লীগ নেতা আলী হোসেনের পক্ষের আহত জয় মস্তানের মা শামসুন্নাহার বেগম। ২০ জনের নাম উল্লেখসহ মোট ২৯ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়ার পক্ষে তাসলিমা আক্তার ২৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। দুটি মামলাই বিস্ফোরক আইনে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কিছুদিন পরপর এ দু’পক্ষের সংঘর্ষে ক্ষোভ প্রকাশ করেন সোলারচরের বাসিন্দারা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ওদের মধ্যে মারামারি হলেই গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভোগেন। বুধবার সন্ধ্যার সংঘর্ষের পর থেকে গ্রামের নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলেন, এই দু’পক্ষের বিরোধে কেউ ঘরবাড়ি হারিয়েছেন, কেউ হারিয়েছেন সন্তান। এভাবে আর কতদিন তাদের ভয়ে ভয়ে দিন কাটাতে হবে?

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার সঙ্গে বিরোধ চলছে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আলী হোসেনের। বুধবার সন্ধ্যার আগে চরডুমুরিয়া বাজার থেকে সোলারচরের বাড়িতে ফিরছিলেন আলী হোসেনের পক্ষের জয় মস্তান, জহিরুল ও জুয়েল। সুরুজ মিয়ার পক্ষের আহাদুল, মনাসহ তিন-চারজন তাদের গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। জয় ও জহিরুল পালানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয় জয় মস্তান, জহিরুল হক, পথচারী মো. জুয়েল ও পথচারী সালাউদ্দিন এবং তাবাসসুম নামের সাত মাস বয়সী এক শিশু। এ সময় সুরুজের পক্ষের আলভি শিকদার ও রাসেল শেখও আহত হয়।

আহতদের ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জয়, জুয়েল, তাবাসসুম, জহিরুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া দাবি করেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। ঘটনার সময় আমি থানার সামনে একটা কাজে ছিলাম।’

২ নম্বর ওয়ার্ডের সভাপতি আলী হোসেনের ভাষ্য, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। তাঁর লোকজনকে প্রতিপক্ষ মারধর করলে তারা প্রতিবাদ করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ৩০-৩৫ বছর ধরে বিরোধ চলছে। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সমকাল

Leave a Reply