শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার গভীর রাত ১১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাড়ৈগাঁও গ্রামের ফারুক শেখের বাড়িতে এ অগ্নিকা- ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে ফারুক শেখের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফারুকের মাথায় সমস্যা থাকার কারণে সে নিজেই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে আটপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া বলেন, মাইক দিয়ে এলাউন্স করার পরে আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকার যুবকরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বালতি দিয়ে পানি দিচ্ছে। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, “স্থানীয় লোকজনদের সাথে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখছি।”

জনকন্ঠ

Leave a Reply