শুভ ঘোষ: ভোরের আলো ফুটার আগেই জমে উঠে মুন্সিগঞ্জের দিঘীরপাড়ের শতবর্ষী ভাসমান পাটের হাট। পদ্মা তীরের প্রাচীন এই হাটে সারি সারি নৌযানে চলে বেচাবিক্রি। তবে এবার পাটের দাম ভালো না পাওয়ায় চাষিদের মন খারাপ। তারা জানিয়েছেন, চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশ তারা। তাদের অনেকে ন্যায্যমূল্য না পেয়ে ঋণে জর্জরিত হয়ে এ পেশা ছেড়ে কথা ভাবছেন। তবে কৃষি অধিদফতর বলছে, পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্মে পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা।
অসাধু একটি চক্র পাটের বাজারে সিন্ডিকেট তৈরি করে, চলতি মৌসুমে কয়েক দফা কমিয়েছে পাটের দাম। এটি নিয়ে অনেকটা উদ্বিগ্ন জেলা কৃষি বিভাগ। এতে আগামী মৌসুমে ধস নামবে পাটের আবাদে। কারণ উৎপাদন খরচের অর্ধেক দামে এবার কৃষকদের বিক্রি করতে হচ্ছে পাট।
এবিএম ওয়াহিদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক
দাম ভালো না পাওয়ায় শ্রমিকদের পয়সা দিতেও হিমশিম খেতে হচ্ছে চাষিদের। এছাড়া পানির অভাবে পাট জাগ দিতে না পারায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে চাষিদের কাপালে। অনেক কৃষকের পাট এখনও খেতেই রয়ে গেছে। মাঠ থেকে আনার পরিবহন খরচ, জাগ দিতে পানির ভাড়া ও আশ ছাড়ানোর যে খরচ তা পাট বিক্রি করে উঠে আসছে না। খরচের বাকি অর্ধেক টাকা গুনতে হচ্ছে পকেট থেকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, এ অঞ্চলের কৃষকের অর্থকরী ফসল সবজির পাশাপাশি পাট চাষ। গত দুই বছরে কাঙ্ক্ষিত দাম পেয়ে এবার অধিক জমিতে পাট চাষ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় ৩ হাজার ২শ ৪০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।
সপ্তাহে সোম ও শুক্রবার এ ভাসমান হাট বসে। এক মৌসুমে বিক্রি হয় প্রায় দুই থেকে আড়াইশ কোটি টাকার বেশি পাট। তবে গত বছরের তুলনায় উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার বিক্রি কম। উৎপাদন খরচের তুলনায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে সব ধরনের পাট। পুঁজি হারিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে চাষিরা। এছাড়া চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় পর্যাপ্ত পানি সংকটে পাট সংরক্ষণে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা।
সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে দেখা যায়, সারি সারি ইঞ্জিনচালিত ট্রলারে পাটবোঝাই করে চাষিরা মিলিত হচ্ছে পদ্মা পাড়ে। এতে শত বছরের প্রাচীন মুন্সিগঞ্জের দীঘিরপাড়ের ভাসমান পাট বিক্রির হাট জমে উঠেছে সোনালী আশের বেঁচা-কেনায়। প্রতি সপ্তাহে দু-দিন সোম আর শুক্রবার কৃষক-পাইকার আর ক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত হয়ে ওঠে ভাসমান এ পাট বিক্রির হাট।
জেলার ৬ উপজেলার বিস্তর্ণ জমিতে উৎপাদিত পাট ছাড়াও আশপাশের জেলা চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুরসহ প্রত্যন্ত অঞ্চল থেকে ইঞ্জিনচালিত স্টিলের ট্রলার ও কাঠের নৌকায় করে পাট বিক্রির আশায় নিয়ে আসা হচ্ছে ভাসমান এ
হাটে।
বেশ কয়েকজন চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মণ পাট ঘরে তুলতে ২ হাজার থেকে ২২শ টাকা খরচ হয়েছে। বর্তমান বাজারে প্রতিমণ পাট ৯শ থেকে ১৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। শ্রমিকের মজুরি পরিশোধ করতে লোকসানেই পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
রমিজ মিয়ার নামের এক পাটচাষি বলেন, ২০ থেকে ২৫ বছর যাবত পাটের আবাদ করি। প্রতিবছর পাট বিক্রি করতে দিঘীরপাড়ের এই ভাসমান হাটে আসি। গত বছর কিছুটা ভালো দাম পেলেও এবার পাট বিক্রি করে ট্রলার ভাড়া আর বদলির খরচ ওঠেনি। ৩৬ মণ পাট নিয়ে এসেছে এবার হাটে। বদলি আর উৎপাদন খরচ মিলিয়ে ৬০-৬৫ হাজার টাকা খরচ হয়েছে। হাটে এনে বিক্রি করে পেয়েছি ৩৯ হাজার টাকা। লোকসান দিতে হলো ২০ হতে ২৫ হাজার টাকা। এমন পরিস্থিতি তৈরি হলে আমরা বাঁচব কিভাবে? আগামী মৌসুমে আর পাটের আবাদ করবে না কেউ।
সবুর মাঝি নামের আরেক চাষি বলেন, ‘বেঁচে থাকতে আর পাটের আবাদ করবো না।’
জানতে চাইলে এ চাষি বলেন, এবার ১৪০ গন্ডা জমিতে পাটের আবাদ করছি। প্রায় ৯০ মণ পাট হয়েছে, পানির অভাবে ফলন কমেছে কিছুটা। এবার ৫০০ থেকে ৭০০ টাকা রোজে বদলি দিয়ে কাজ করেছি। ১৬ হাজার টাকায় ট্রলার ভাড়া করে, হাটে নিয়ে এসেছি পাট বিক্রির জন্য। কেউ কোনো দাম বলে না। প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়েছে। হাটের পাইকার আর আড়ৎদাররা এক হাজার টাকা মণ পাট হিসাব করে ৯০ মন পাটের দাম ৯০ হাজার টাকা দাম-দর করছে। এ দামে যদি পাট বিক্রি করে ট্রলার ভাড়া দিয়ে আমার কাছে থাকবে মাত্র ৭০-৭২ হাজার টাকা। আমার প্রায় দেড় লাখ টাকা লোকসান হচ্ছে এ বছর।
নুরু মাদবর নামের আরো এক চাষি বলেন, হাটে যেহেতু নিয়ে এসেছি বিক্রি না করে ফিরে যাওয়ার তো কোনো উপায় নেই। কেননা ট্রলার ভাড়া আছে, আর পাট তো বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না। বিক্রি তো করতেই হবে। পাটের বাজারে প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় এমন সিন্ডিকেট করে হাজার হাজার কৃষকদের পথে বসিয়ে দিয়েছে। পুঁজি হারিয়ে অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছে।
তিনি বলেন, হায়াত থাকতে আল্লাহ বাঁচালে আর কোনোদিন পাটের আবাদ করব না।
এমন পরিস্থিতির শিকার ফজল দেওয়ান, চুন্ন মাঝি, লোকমান হোসেন, সজীব মিয়া, রাজু বেপারীসহ হাজার কৃষক।
তবে নারায়ণগঞ্জের কুমুদদিনীর এক প্রবীণ পাটের পাইকারি ব্যবসায়ী শিব শংকর দেবনাথ দোষলেন আন্তর্জাতিক বাজারকে। তিনি বলেন, এবার আন্তর্জাতিক বাজারে চাহিদা কমেছে পাটের। বিশেষ করে পাট যেসব দেশে রফতানি করা হয়। ভারত,পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে। সেসব দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে মন্দা থাকায় পাট কিনতে কেউ আগ্রহ প্রকাশ করছে না। এতে কয়েক দফা কমেছে পাটের বাজার মূল্য। বিশ্ববাজারে চাহিদা কমে আসলে দেশের বাজারে মূল্য কমে আসবে এটাই স্বাভাবিক।
শিব শংকর দেবনাথ আরও বলেন, কৃষকের হয়তো লোকসান হচ্ছে, আমরা যারা পাইকাররা মূলধন বিনিয়োগ করে পাট ক্রয় করে মজুদ করছি, আগামীতে বাজারমূল্য বৃদ্ধি না হলে আমরাও যে বড় ধরনের লোকসানের সম্মুখীন হবো না এমন নিশ্চয়তা কে দিতে পারবে আমাদের। তাই এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে পাটের বৈদেশিক রফতানি দ্রুত বৃদ্ধি করা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক এবিএম ওয়াহিদুর রহমান বলেন, পুঁজি হারানো লোকসানের সম্মুখীন হওয়া কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনা সম্ভব নয়, তাই দ্রুত বাজারমূল্য বৃদ্ধি করা না গেলে একদিক থেকে যেমন লাভবান হবে মধ্যস্বত্বভোগীরা। অন্যদিকে ন্যায্যমূল্য না পেয়ে পাট চাষে আগ্রহ কমবে চাষিদের। এতে সোনালী আঁশের সেই সোনালী অতীত আর ফিরে আসবে না বলে মনে করছে তিনি।
তিনি আরও বলেন, পাট রফতানিতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ধরনের প্রভাব পড়বে দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে।
দ্রুত বাজার মনিটরিং এর মাধ্যমে পাটের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম কমিয়ে বাজারমূল্য স্বাভাবিক করার জন্য কৃষি অধিদফতরের এ কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।
ঢাকা মেইল
Leave a Reply