মাওয়া ঘাটে ইলিশ খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, ২ যুবকের মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে আরেক যুবক চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা হয়।

ঘটনাস্থলে বাসু মন্ডলের (৩২) মৃত্যু হয়। শ্যামল পাল (৩০) নামে আরেক যুবককে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। শনিবার বিকালে নিহত শ্যামল ও বাসুর পরিবারের সদস্যের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

নিহত শ্যামল পাল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের রাজু পালের ছেলে। আর বাসু মন্ডল জেলার সিরাজদিখান উপজেলার মালখা নগরের বাসিন্দা।

অন্যদিকে অজ্ঞাত আরেক যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ওই মোটরসাইকেলটি। মোটরসাইকেলে তিনজন ছিলেন।

নিহতের বন্ধু বাসু দেব জানান, শুক্রবার রাতে ওরা তিনজন শিমুলিয়া ঘাটে ইলিশ দিয়ে ভাত খায়। পরে ঘাট থেকে বেশকিছু ইলিশ মাছ কিনে। পরে সঙ্গে থাকা দুইজনের অনুরোধে নিহত শ্যামল তার মোটরসাইকেলে করে ঢাকায় পৌঁছে দিতে যায়। পরে আব্দুল্লাহপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

দেশ রুপান্তর

Leave a Reply